আন্দামান এবং কেরলের পর দেশের আরও বেশ কয়েকটি অংশে বর্ষা আগমনের দিনক্ষণ জানা গেল। তীব্র গতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর বেশি ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে না। শীঘ্রই নামবে স্বস্তির বৃষ্টি।
চাঁদিফাটা রোদ আর জ্বালাপোড়া গরমে নাভিঃশ্বাস উঠে গিয়েছে। সকলেরই প্রশ্ন, কবে ঢুকবে বর্ষা। গত ১৩ মে থেকেই ভারতে বর্ষার দোরগোড়ায় এসে গিয়েছে। বঙ্গোপসাগরের একটি অংশ আন্দামান-নিকবর দ্বীপপুঞ্জে শুরু হয়েছে বৃষ্টি। এবার শ্রীলঙ্কা ও মলদ্বীপ হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার পালা। সাধারণত ৪ জুন থেকে কেরলে বর্ষার প্রবেশ ঘটে। এবার মে মাসের শেষ সপ্তাহেই সেখানে শুরু হবে বর্ষার বৃষ্টি। শুধু কেরল নয়, ভারতের আরও বেশ কয়েকটি অংশেও বর্ষা ঢুকবে মে মাসের শেষেই। এমনটাই সুখবর দিয়েছে হাওয়া অফিস।
আগামী দু'সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পূর্ব ভারতেও মে মাসের শেষেই ঢুকবে বর্ষা। ২২ থেকে ২৪ মে-র মধ্যে কেরলে প্রবেশ করবে বর্ষা। ২৫ থেকে ২৭ মে সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে স্বস্তি কেবলমাত্র কেরলের বাসিন্দারাই নয়, উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যও মে মাসেই স্বাগত জানাবে বর্ষাকে। নির্ধারিত সময়ের অনেকটা আগে, ২৮ মে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যের মধ্যে কয়েকটিতে বর্ষা ঢুকে যাবে। সাধারণত ৫ জুন উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ হয়। ২০২৪ সালে সেখানে বর্ষা ঢুকেছিল ৩০ মে। এবছরও আগাম বর্ষাপর এন্ট্রির ট্রেন্ডে বাধা পড়বে না।
কেরলে বর্ষা এগনোর জেরে বাংলাতেও এবার আগাম প্রবেশ ঘটবে। তবে ঠিক কোন সময়ে এ রাজ্যের বর্ষার বৃষ্টি শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
আগাম বর্ষা প্রবেশের অন্যতম কারিগর এল নিনো। আবহাওয়াবিদদের পূর্বাভাস, এল নিনোর সঙ্গে ইন্ডিয়ান ওশান ডায়াপোলের (IOD) ভূমিকাও থাকবে। এই দুই সিস্টেম সমুদ্রের তাপমাত্রার উপর নির্ভর করে। এই দু'এর জেরেই কেবলমাত্র দক্ষিণ পূর্ব কিংবা উত্তর পূর্ব নয়, দেশের সর্বত্রই বর্ষার বৃষ্টি বেশি হবে।