Monsoon Forecast Bengal: ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে কেরলে, বাংলায় কবে? যা জানাল IMD

নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এবার দক্ষিণের এই রাজ্যে পা রাখছে মৌসুমী বায়ু। গত ১৬ বছরে এই প্রথম এত আগে বর্ষা ঢুকছে কেরলে। প্রসঙ্গত, দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা আসে। সেখানে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। সেই সময়ের আগেই এবার পা রাখছে বর্ষা। বাংলাতেও কি এবার আগেভাগেই ঢুকবে বর্ষা?

Advertisement
২৪ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে কেরলে, বাংলায় কবে? যা জানাল IMDবৃষ্টির পূর্বাভাস জারি।
হাইলাইটস
  • গত ১৬ বছরে এই প্রথম এত আগে বর্ষা ঢুকছে কেরলে।
  • দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা আসে।
  • বাংলাতেও কি এবার আগেভাগেই ঢুকবে বর্ষা?

একেবারে দোরগোড়ায় বর্ষা। আর ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকছে কেরলে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এবার দক্ষিণের এই রাজ্যে পা রাখছে মৌসুমী বায়ু। গত ১৬ বছরে এই প্রথম এত আগে বর্ষা ঢুকছে কেরলে। প্রসঙ্গত, দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা আসে। সেখানে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। সেই সময়ের আগেই এবার পা রাখছে বর্ষা। বাংলাতেও কি এবার আগেভাগেই ঢুকবে বর্ষা?

বাংলায় কবে বর্ষা আসছে?

হাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন, কেরলে আগে বর্ষা ঢুকলেই যে বাংলাতেও আগে বর্ষা আসবে, তার কোনও যোগ নেই। বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে, তা এখনও স্পষ্ট নয়। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে প্রথম পা রাখে বর্ষা। সেখানে বর্ষার আসার স্বাভাবিক সময় ৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এ বার তার আগেই বাংলায় বর্ষা ঢুকবে কিনা, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। 


বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৭ মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে ২৮ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

বাংলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৩০ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ২৮ মে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ থেকে ৩০ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 
 

POST A COMMENT
Advertisement