টাকা,টাকা আর টাকা! ২০০ কোটিরও বেশি উদ্ধার কংগ্রেস সাংসদের বাড়িতে

গত বুধবার থেকে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে আয়কর দফতর। সেই অভিযানেই কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। 

Advertisement
টাকা,টাকা আর টাকা! ২০০ কোটিরও বেশি উদ্ধার কংগ্রেস সাংসদের বাড়িতেIncome Tax raids at Congress MP's premises
হাইলাইটস
  • ২০০ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
  • কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং বিভিন্ন এলাকা থেকে উদ্ধার।
  • এখনও চলছে টাকা গোনার কাজ।

এ যেন আস্ত টাকার পাহাড়! যত সময় এগোচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে টাকার অঙ্ক। ২০০ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং বিভিন্ন এলাকা থেকে। এখনও চলছে টাকা গোনার কাজ। এমন কাণ্ডে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। গত বুধবার থেকে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে আয়কর দফতর। সেই অভিযানেই কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবারই জানা গিয়েছিল, ১০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রাত পেরোতেই সেই অঙ্কটা ২০০ ছাড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, রাঁচীতে ধীরজের বাড়ি থেকে আরও তিনটি ব্যাগ বাজয়াপ্ত করেছে আয়কর দফতর। অন্য দিকে, বান্টি সাহু নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১৯টি টাকার ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন মদ তৈরির কারখানায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত ছিলেন বান্টি। সূত্রের খবর, বান্টির বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। 

ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন এলাকায় অভিযানে আয়কর দফতরের শতাধিক কর্মীকে নিযুক্ত করা হয়েছে। এক সঙ্গে এত পরিমাণ টাকা গুনতে হিমশিম খাচ্ছেন ব্যাঙ্ককর্মীরাও। বোলাঙ্গিরে স্টেট ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার ভগৎ বেহেরা বলেন, 'দু'দিনে মধ্যে সব টাকা গোনার কাজ যাতে সম্পন্ন হয়, সেদিকে জোর দিচ্ছি। টাকা গোনার কাজে ৫০ জন কর্মী যুক্ত রয়েছেন। আরও অনেক কর্মীকে এই কাজে লাগানো হবে।' তিনি আরও জানিয়েছেন, মোট ১৭৬ বস্তা টাকা পাওয়া গিয়েছে। তার মধ্যে মাত্র ৪০ বস্তা টাকা গোনার কাজ শেষ হয়েছে। অর্থাৎ সব টাকা গোনা হলে অঙ্কটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। 

তিন ডজন টাকা গোনার মেশিনের ব্যবস্থা করেছে আয়কর দফতর। পর্যাপ্ত পরিমাণে মেশিন না থাকায় টাকা গোনার কাজ কিছুটা শ্লথ গতিতে চলছে বলে খবর। আধিকারিকেরা জানিয়েছেন, বোলাঙ্গিরে একটি সংস্থার দফতরে আলমারির মধ্যে প্রায় ২০০ কোটি টাকা রাখা ছিল। বাকি টাকা উদ্ধার করা হয়েছে ওড়িশার সম্বলপুর, সুন্দরগড় এবং ঝাড়খণ্ডের বোকারো, রাঁচী থেকে। 
 
টাকা উদ্ধার অভিযান নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মোদী লিখেছেন, 'জনতার কাছ থেকে লুট হওয়া প্রতিটি টাকা ফেরৎ দেওয়া হবে। এটা মোদীর গ্যারান্টি।'

Advertisement

এই ঘটনা মনে করিয়েছে বাংলায় নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। 

POST A COMMENT
Advertisement