Omicron-এর নয়া ভ্যারিয়েন্টে নয়া মহামারি? কতটা মারাত্মক?

omicron sub variant : ভারতে এখনও পর্যন্ত এই BA.2 ভ্যারিয়েন্টের ৫৩০টি নমুনা পাওয়া গেছে। ব্রিটেনে ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভারতের জন্যও এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Omicron-এর নয়া ভ্যারিয়েন্টে নয়া মহামারি?ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • এ যেন গোদের উপর বিষফোঁড়া
  • ভারত-সহ বিশ্বের অনেক দেশ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে লড়াই করছে
  • এরই মধ্যে ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট BA.2 নতুন করে উদ্বেগ বাড়িয়েছে

এ যেন গোদের উপর বিষফোঁড়া। ভারত-সহ বিশ্বের অনেক দেশ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে লড়াই করছে। এরই মধ্যে ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট BA.2 নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। 

ভারতে এখনও পর্যন্ত এই BA.2 ভ্যারিয়েন্টের ৫৩০টি নমুনা পাওয়া গেছে। ব্রিটেনে ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভারতের জন্যও এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনে ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টে কয়েকশো মানুষ আক্রান্ত হয়েছেন। 

আরও পড়ুন : দেশে ফের Corona সংক্রমিত ৩ লাখেরও বেশি, বাড়ছে উদ্বেগ

জানা গিয়েছে Omicron-এর নতুন ভ্যারিয়েন্ট  প্রায় ৪০ টি দেশে সনাক্ত করা হয়েছে। ডেনমার্ক সর্বাধিক সংখ্যক মানুষ BA.2-তে আক্রান্ত হয়েছেন। ডেনমার্কের গবেষকরা আশঙ্কা করছেন, নতুন এই ভ্যারিয়েন্ট মারাত্মক আকার ধারণ করতে পারে। জনস হপকিন্সের ভাইরোলজিস্ট ব্রায়ান জেলি আশঙ্কা করেছেন, ওমিক্রনের এই ভ্যারিয়েন্ট ফ্রান্স এবং ডেনমার্কের বাইরে ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে মহামারির আকার নিতে পারে। প্রসঙ্গত, সুইডেনে ১৮১টি, সিঙ্গাপুরে ১২৭ টি নমুনা পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন : আসছে 'কমিকস কাণ্ড'! গানে -গানে নারায়ণ দেবনাথকে শ্রদ্ধায় দুর্নিবার

এই ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক? 

UKHSE-র ডাঃ মিরা চাঁদ (অতিমারী বিশেষজ্ঞ) জানান, ভাইরাসের প্রকৃতি সব সময় বদলাতে থাকে। সেই কারণে নতুন নতুন ভ্যারিয়েন্টের খবর সামনে আসছে। তবে BA.2 কতটা মারাত্মক তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে নারাজ তিনি। বলেন, 'এখনও পর্যন্ত এটা নির্ধারণ করা কঠিন যে, BA.2 কতটা মারাত্মক বা এর ক্ষতিকর প্রভাব কী পড়তে পারে। ইতিমধ্যেই গবেষণা চলছে।' তবে ব্রিটেনের একদল গবেষক ইতিমধ্যেই জানিয়েছেন, এই ভ্যারিয়েন্ট মহামারির চেহারা নিতে পারে। 

 

POST A COMMENT
Advertisement