Advertisement

Operation Sindoor Latest Live Updates: সীমান্তে চরম উত্তেজনা, তিন সেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর

Aajtak Bangla |08 May 2025, 10:10 PM IST

অপারেশন সিঁদুরের পর পাকিস্তান আতঙ্কে আছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় পাকিস্তানের শীর্ষ জঙ্গি মাসুদ আজহারের অনেক আত্মীয় নিহত হয়েছেন। বলা হয় যে তার জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কার্যক্রম তার আত্মীয়রা দেখাশোনা করে।

India-Pakistan India-Pakistan

অপারেশন সিঁদুরের পর পাকিস্তান আতঙ্কে আছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় পাকিস্তানের শীর্ষ জঙ্গি  মাসুদ আজহারের অনেক আত্মীয় নিহত হয়েছেন। বলা হয় যে তার জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কার্যক্রম তার আত্মীয়রা দেখাশোনা করে।

3:06 AM(7 days ago)

পিএসএলের সমস্ত ম্যাচ দুবাই শিফট করে দেওয়া হল

Posted by :- Sangram Singha Roy

পাকিস্তান আর ক্রিকেটের জন্য নিরাপদ নয়। পাকিস্তানে চলা ক্রিকেট লিগ পিএসল মাঝপথে শিফট করে দেওয়া হল দুবাইতে। বাকি ম্যাচগুলি সেখানেই খেলা হবে।

2:55 AM(7 days ago)

মার্কিন উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের পরমাণু আশঙ্কা

Posted by :- Sangram Singha Roy
মার্কিন উপ-রাষ্ট্রপতির ভারত পাকিস্তানের চলমান আক্রমণ ও পাল্টা আক্রমণের পরিস্থিতিতে আশঙ্কা ব্যক্ত করেছেন। তাঁর বক্তব্য  'আশা করি ভারত-পাকিস্তানের অস্থিরতা পরমাণু যুদ্ধে পরিণত হবে না।' 
2:13 AM(7 days ago)

আরব সাগরে উত্তেজনা

Posted by :- Sangram Singha Roy
আরব সাগরে নৌবাহিনীর গুলিবর্ষণ মহড়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারত ও পাকিস্তান
1:23 AM(7 days ago)

শুক্রবার সাউথ ব্লকে সিডিএস এবং তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক রাজনাথ সিং-এর

Posted by :- Sangram Singha Roy
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার সাউথ ব্লকে সিডিএস এবং তিন বাহিনীর প্রধানের সাথে পরিস্থিতি পর্যালোচনা করবেন।
Advertisement
12:51 AM(7 days ago)

DRDO-র সঙ্গে বৈঠক কাল

Posted by :- Sangram Singha Roy

চান্দিপুর মিসাইল রেঞ্জের সুরক্ষা বাড়ানো হল। DRDO-র সঙ্গে শুক্রবার জরুরি বৈঠক ডাকা হয়েছে।

12:41 AM(7 days ago)

করাচি বন্দর ধ্বংস করে দিল ভারতীয় নৌবাহিনী

Posted by :- Sangram Singha Roy

ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দর ধ্বংস করেছে। নৌবাহিনী করাচি বন্দরে নৌ আক্রমণে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বলা হচ্ছে যে এই হামলায় করাচি বন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।

11:14 PM(7 days ago)

প্যারামিলিটারি ফোর্সগুলির ডিজিদের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Posted by :- Sangram Singha Roy

পরিস্থিতি নিয়ে প্যারামিলিটারিগুলির ডিজিদেরর সঙ্গে কথা বললে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।

10:50 PM(7 days ago)

পঞ্জাবে সব স্কুল বন্ধের নির্দেশ

Posted by :- Sangram Singha Roy

আগামী ৩ দিন পঞ্জাবের সমস্ত স্কুল বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। পঞ্জাবের মুখ্য়মন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়েছেন।

10:27 PM(7 days ago)

পাকিস্তানের AWAKS সিস্টেম নষ্ট করল ভারত

Posted by :- Sangram Singha Roy

একের পর এক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করছে ভারত। এবার পাকিস্তানের AWAKS সিস্টেম নষ্ট করল ভারত। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এয়ার কন্ট্রোল সম্পূর্ণ অকেজো হয়ে পড়ল। 

Advertisement
10:16 PM(7 days ago)

প্রত্যাঘাত শুরু করল ভারত

Posted by :- Soumen Karmakar

সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান। একাধিক ড্রোন হামলা করা হয়েছে পাকিস্তানের তরফে। এবার প্রত্যাঘাত শুরু করল ভারত।  

10:13 PM(7 days ago)

NSA অজিত দোভালের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

Posted by :- Soumen Karmakar

NSA অজিত দোভালের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর। মোদীকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করছেন দোভাল।   

10:02 PM(7 days ago)

CDS ও সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথ সিংয়ের

Posted by :- Soumen Karmakar

CDS ও সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথ সিংয়ের। সীমান্তে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে। তবে সেনা তা গুঁড়িয়ে দেয়। সীমান্তেও গোলাগুলি শুরু হয়েছে। এর মধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক শুরু করলেন রাজনাথ সিং। মাঝে মাঝেই পরিস্থিতির পর্যালোচনা করলেন তিনি। 

9:45 PM(7 days ago)

আইপিএল চলাকালীন বন্ধ করে দেওয়া হল স্টেডিয়ামের ফ্লাডলাইট

Posted by :- Soumen Karmakar

ভারত-পাকিস্তানের উত্তেজনার জের। আইপিএল চলাকালীন বন্ধ করে দেওয়া হল স্টেডিয়ামের ফ্লাডলাইট। খেলা বন্ধ হওয়ার সময় পঞ্জাব কিংসের স্কোর ছিল ১০.১ ওভারে ১২২ রান। তারা একটা উইকেট হারিয়েছে। 

5:56 PM(8 days ago)

আমরা পাকিস্তানি আক্রমণ ব্যর্থ করে দিয়েছি: কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Madhurma Dev

'অপারেশন সিঁদুর' নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছে বিদেশ মন্ত্রক। কর্নেল সোফিয়া কুরেশি বলেন, "আমরা সামরিক ঘাঁটি লক্ষ্য করিনি। আমরা আগেই পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলাম। আমরা পাকিস্তানি আক্রমণ ব্যর্থ করে দিয়েছি।"
 

Advertisement
4:33 PM(8 days ago)

'গো ফর ইন্ডিয়া আমাদের ইউএসপি হওয়া উচিত'

Posted by :- Madhurma Dev

'ভারতের সামরিক ব্যবস্থা হল ব্র্যান্ড ইন্ডিয়ার নির্মাণ। গো ফর ইন্ডিয়া আমাদের ইউএসপি হওয়া উচিত', বললেন রাজনাথ সিং।

3:02 PM(8 days ago)

পাকিস্তানের হামলা বানচাল করল ভারত

Posted by :- Subhankar Mitra

প্রথমবার S-400 সুদর্শন চক্রের ব্যবহার করল ভারতীয় বায়ুসেনা। গতকাল রাতে ভারতের দিকে এগিয়ে আসার পাকিস্তানি মিসাইলকে উড়িয়ে দেওয়া হয়েছে। নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে সব মিসাইল।

3:00 PM(8 days ago)

সঙ্কটজনক মাসুদের ভাই

Posted by :- Souradip

ভারতের অপারেশন সিঁদুর অভিযানে গুরুতর জখম হয়েছে জইশ-এ-মহম্মদ জঙ্গি দলের প্রধান মাসুদ আজহারের ভাই রউফ। পাকিস্তানের বাহওয়ালপুরে ভারতীয় স্ট্রাইকে জখম হয়েছে মাসুদের ভাই। বৃহস্পতিবার গোয়েন্দা সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। 

2:27 PM(8 days ago)

মাসুদ আজহারের ভাই আহত

Posted by :- sumana

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরে জঙ্গি মাসুদ আজহারের ভাই আহত হয়েছেন। মাসুদ আজহারের ভাই রউফ গুরুতর আহত বলে জানা গেছে। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2:21 PM(8 days ago)

কুপোকাত পাকিস্তান

Posted by :- sanjoy patra

ড্রোন হামলায় পাকিস্তান সেনাবাহিনীর HQ 9 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সদর দফতরে ব্যাপক ক্ষতি

Advertisement
1:36 PM(8 days ago)

অপারেশন সিঁদুরে ১০০ জঙ্গি নিহত হয়েছে: রাজনাথ সিং

Posted by :- sumana

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বদলীয় বৈঠকে বলেছেন যে অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় বিমান হামলায় কমপক্ষে ১০০ জঙ্গি নিহত হয়েছে।

Load More
Advertisement