Advertisement

Pahalgam Attack LIVE Updates: পহেলগাঁও হামলার জের, পাল্টা পদক্ষেপ ভারত সরকারের

Aajtak Bangla | কলকাতা | 23 Apr 2025, 9:09 PM IST

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২৬ জনের মৃত্যু হয়। ১৭ জন পর্যটক গুরুতর জখম। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।

Pm Modi Meeting Pm Modi Meeting

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২৬ জনের মৃত্যু হয়। ১৭ জন পর্যটক গুরুতর জখম। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। হামলার পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী মোদী সৌদি আরব আয়োজিত সরকারি নৈশভোজে অংশগ্রহণ করেননি। তিনি সৌদি সফর থেকে তড়িঘড়ি দিল্লি ফিরে আসেন। বুধবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংক্রান্ত সমস্ত খবরের জন্য নজরে রাখুন bangla.aajtak.in।

9:11 PM(3 days ago)

পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভারত

Posted by :- Subhankar Mitra

সিন্ধু জল চুক্তি খারিজ করে দেওয়া হল। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে পাকিস্তানি দূতাবাস বন্ধ থাকবে। পাকিস্তানি কূটনীতিকদের এক সপ্তাহের মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ থাকবে। সিসিএস বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত।
 

8:43 PM(3 days ago)

জঙ্গিদের খোঁজ দিলেই ২০ লাখ টাকা পুরস্কার

Posted by :- Soumen Karmakar

জঙ্গিদের খোঁজ দিলেই ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা করা হল পুলিশের তরফে। 

8:41 PM(3 days ago)

প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক

Posted by :- Soumen Karmakar

 বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। 

2:41 PM(4 days ago)

শ্রীনগরে বেশি বিমান চালানোর নির্দেশ

Posted by :- sanjoy patra

শ্রীনগরে বিমান পরিষেবা বাড়ানোর জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল ডিজিসিএ। এছাডা়ও ডিজিসিএ শ্রীনগর বিমানের টিকিট বাতিল এবং রি সিডিউল ফি মকুব করার বিষয়টি বিবেচনা করার জন্য বিমান সংস্থাগুলিকে অনুরোধ করেছে।

Advertisement
1:33 PM(4 days ago)

জখমদের দেখতে হাসপাতালে অমিত শাহ

Posted by :- Soumen Karmakar

পহেলগাঁও পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলায় জখমরা। তাঁদের দেখতে হাসপাতালে যান শাহ।  

1:01 PM(4 days ago)

মাথা নত করবে না ভারত: অমিত শাহ

Posted by :- sanjoy patra

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার বিষয়ে স্পষ্টভাবে বলেছেন যে কোনও অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। ভারত কোনও মূল্যেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না।

12:35 PM(4 days ago)

সন্দেহভাজন জঙ্গিদের নাম প্রকাশ

Posted by :- Soumen Karmakar

 পহেলগাঁওয়ে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের নাম সামনে এল। ইতিমধ্যেই সেই জঙ্গিদের নাম ছবি প্রকাশ করেছে। 

12:12 PM(4 days ago)

'এটা কাপুরুষদের কাজ': ফিরহাদ

Posted by :- Madhurma Dev

'এর থেকে দুঃখের ঘটনা আর হয় না। নিরীহ মানুষদের খুন করা, এটা কাপুরুষদের কাজ', বললেন মেয়র ফিরহাদ হাকিম।

11:32 AM(4 days ago)

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

Posted by :- Soumen Karmakar

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার। যারা সামান্য আহত হয়েছেন, তাঁদেরও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।  

Advertisement
11:16 AM(4 days ago)

সংবাদপত্রে প্রথম পৃষ্ঠা কালো রেখে জঙ্গিহানার প্রতিবাদ জানাল কাশ্মীর

Posted by :- Madhurma Dev

বুধবার কাশ্মীরের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা কালো রাখা হয়। জঘন্য জঙ্গি হামলার প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ বলে জানা যায়।
 

11:12 AM(4 days ago)

খেলাড় ময়দানেও প্রতিবাদ

Posted by :- sumana
পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে  আজ হায়দরবাদ ম্যাচের আগে খেলোয়াড় এবং আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আজ কোনও চিয়ারলিডার থাকবেন না। 
 কোনও আতশবাজি থাকবে না 

10:46 AM(4 days ago)

পহেলগাঁও হামলা: কেন্দ্রের সঙ্গে বিরোধীরাও একজোট

Posted by :- Arindam

বিরোধীদের পাশে নিয়েই পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার মোকাবিলা করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিরোধীদের নিয়ে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা করছে কেন্দ্র। পহেলগাঁও ইস্যুতে সবাই একজোট।

10:19 AM(4 days ago)

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে এল মোদীর বিমান

Posted by :- Arindam

সৌদি আরব থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারতে পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। 

9:24 AM(4 days ago)

দুই জঙ্গি খতম

Posted by :- Arindam

কাশ্মীরের বারামুল্লায় ভারতীয় জওয়ানদের ব্যাপক তল্লাশি অভিযান। কিছুক্ষণ আগেই দুজন জঙ্গিকে গুলি করে মারল ভারতীয় সেনা জওয়ানরা। উপত্যকা জুড়ে চলছে জঙ্গি দমন অভিযান। গোটা কাশ্মীর স্তব্ধ। সব স্কুল বন্ধ। 

Advertisement
8:58 AM(4 days ago)

পহেলগাঁওয়ের ঘটনাস্থল পরিদর্শনে যাবেন শাহ

Posted by :- Madhurma Dev

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীঘ্রই পহেলগাঁওয়ের ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন। তার আগে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন। জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল রাত ১ টা পর্যন্ত বৈঠক চালিয়ে চলে। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদীদের রেহাই দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
 

8:54 AM(4 days ago)

হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরে আসে

Posted by :- Arindam

সূত্রের খবর, হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরে আসে এবং পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যে স্থানটিকে ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলা হয়, সেখানে হঠাৎ এই হামলায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। চারদিক জুড়ে শুধু আর্তনাদ আর লাশ ছড়িয়ে ছিল। স্থানীয়রা ও নিরাপত্তা কর্মীরা মিলিতভাবে আহতদের উদ্ধার কাজে হাত লাগান।

8:41 AM(4 days ago)

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি: নেপালের প্রধানমন্ত্রী

Posted by :- Madhurma Dev

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, পহেলহগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি আমাদের সমবেদনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে নেপাল ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই হামলার শিকারদের মধ্যে নেপালি নাগরিকদের থাকার খবর আমরা যাচাই করছি। সম্ভাব্য সকল সহায়তা প্রদান করব।

8:35 AM(4 days ago)

সেই জঙ্গির প্রথম ছবি

Posted by :- Arindam

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা চালানো জঙ্গিদের একজনের ছবি প্রকাশ্যে। ইন্ডিয়া টুডে-র হাতে এসেছে সেই ছবি। 

কাশ্মীরের জঙ্গি
কাশ্মীরের জঙ্গি
8:04 AM(4 days ago)

পাহেলগাঁও হামলার শিকারদের ন্যায়বিচার পেতে হবে: রাহুল গান্ধী

Posted by :- Madhurma Dev

কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক কররার সঙ্গে আলোচনা করেছেন। পরিস্থিতি সম্পর্কে আপডেট নিয়েছেন। নিহতদের পরিবার যেন ন্যায়বিচার পায় সে বার্তা দেন। 

Advertisement
7:16 AM(4 days ago)

জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে

Posted by :- Madhurma Dev

আজ জঙ্গিদের বিরুদ্ধ অভিযান শুরু করা হবে। দিল্লি এবং জম্মু থেকে এনআইএ-র টিমগুলি রওনা হচ্ছে। ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছবে। সেনাবাহিনী, সিআরপিএফ, এসওজি, জম্মু পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে সন্ত্রাসবাদীদের তল্লাশি করা হচ্ছে। পহেলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হওয়ার পর, এনআইএ ঘটনাস্থলে পৌঁছবে। একই সঙ্গে, পহেলগাম জঙ্গি হামলায় নিহত ২৬ জনের দেহ পহেলগাম হাসপাতাল থেকে শ্রীনগরে পাঠানো হয়েছে।

নিহত ২৬ জনের তালিকা

 

Load More
Advertisement