জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২৬ জনের মৃত্যু হয়। ১৭ জন পর্যটক গুরুতর জখম। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। হামলার পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী মোদী সৌদি আরব আয়োজিত সরকারি নৈশভোজে অংশগ্রহণ করেননি। তিনি সৌদি সফর থেকে তড়িঘড়ি দিল্লি ফিরে আসেন। বুধবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংক্রান্ত সমস্ত খবরের জন্য নজরে রাখুন bangla.aajtak.in।
সিন্ধু জল চুক্তি খারিজ করে দেওয়া হল। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে পাকিস্তানি দূতাবাস বন্ধ থাকবে। পাকিস্তানি কূটনীতিকদের এক সপ্তাহের মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ থাকবে। সিসিএস বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত।
জঙ্গিদের খোঁজ দিলেই ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা করা হল পুলিশের তরফে।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
শ্রীনগরে বিমান পরিষেবা বাড়ানোর জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল ডিজিসিএ। এছাডা়ও ডিজিসিএ শ্রীনগর বিমানের টিকিট বাতিল এবং রি সিডিউল ফি মকুব করার বিষয়টি বিবেচনা করার জন্য বিমান সংস্থাগুলিকে অনুরোধ করেছে।
পহেলগাঁও পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলায় জখমরা। তাঁদের দেখতে হাসপাতালে যান শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার বিষয়ে স্পষ্টভাবে বলেছেন যে কোনও অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। ভারত কোনও মূল্যেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না।
পহেলগাঁওয়ে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের নাম সামনে এল। ইতিমধ্যেই সেই জঙ্গিদের নাম ছবি প্রকাশ করেছে।
'এর থেকে দুঃখের ঘটনা আর হয় না। নিরীহ মানুষদের খুন করা, এটা কাপুরুষদের কাজ', বললেন মেয়র ফিরহাদ হাকিম।
নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার। যারা সামান্য আহত হয়েছেন, তাঁদেরও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
বুধবার কাশ্মীরের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা কালো রাখা হয়। জঘন্য জঙ্গি হামলার প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ বলে জানা যায়।
পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে আজ হায়দরবাদ ম্যাচের আগে খেলোয়াড় এবং আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আজ কোনও চিয়ারলিডার থাকবেন না। কোনও আতশবাজি থাকবে না
বিরোধীদের পাশে নিয়েই পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার মোকাবিলা করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিরোধীদের নিয়ে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা করছে কেন্দ্র। পহেলগাঁও ইস্যুতে সবাই একজোট।
সৌদি আরব থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারতে পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান।
কাশ্মীরের বারামুল্লায় ভারতীয় জওয়ানদের ব্যাপক তল্লাশি অভিযান। কিছুক্ষণ আগেই দুজন জঙ্গিকে গুলি করে মারল ভারতীয় সেনা জওয়ানরা। উপত্যকা জুড়ে চলছে জঙ্গি দমন অভিযান। গোটা কাশ্মীর স্তব্ধ। সব স্কুল বন্ধ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীঘ্রই পহেলগাঁওয়ের ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন। তার আগে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন। জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল রাত ১ টা পর্যন্ত বৈঠক চালিয়ে চলে। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদীদের রেহাই দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
সূত্রের খবর, হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরে আসে এবং পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যে স্থানটিকে ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলা হয়, সেখানে হঠাৎ এই হামলায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। চারদিক জুড়ে শুধু আর্তনাদ আর লাশ ছড়িয়ে ছিল। স্থানীয়রা ও নিরাপত্তা কর্মীরা মিলিতভাবে আহতদের উদ্ধার কাজে হাত লাগান।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, পহেলহগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি আমাদের সমবেদনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে নেপাল ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই হামলার শিকারদের মধ্যে নেপালি নাগরিকদের থাকার খবর আমরা যাচাই করছি। সম্ভাব্য সকল সহায়তা প্রদান করব।
Deepest condolences to the victims of the terrorist attack in Pahalgam.Nepal stands firmly with India & strongly condemn any & all acts of terrorism.Close coordination is established to verify reports of a Nepali national among the victims & will provide all necessary assistance.
— K P Sharma Oli (@kpsharmaoli) April 23, 2025
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা চালানো জঙ্গিদের একজনের ছবি প্রকাশ্যে। ইন্ডিয়া টুডে-র হাতে এসেছে সেই ছবি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক কররার সঙ্গে আলোচনা করেছেন। পরিস্থিতি সম্পর্কে আপডেট নিয়েছেন। নিহতদের পরিবার যেন ন্যায়বিচার পায় সে বার্তা দেন।
Spoke with HM Amit Shah, J&K CM Omar Abdullah, and J&K PCC President Tariq Karra about the horrific Pahalgam terror attack. Received an update on the situation.
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2025
The families of victims deserve justice and our fullest support.
আজ জঙ্গিদের বিরুদ্ধ অভিযান শুরু করা হবে। দিল্লি এবং জম্মু থেকে এনআইএ-র টিমগুলি রওনা হচ্ছে। ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছবে। সেনাবাহিনী, সিআরপিএফ, এসওজি, জম্মু পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে সন্ত্রাসবাদীদের তল্লাশি করা হচ্ছে। পহেলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হওয়ার পর, এনআইএ ঘটনাস্থলে পৌঁছবে। একই সঙ্গে, পহেলগাম জঙ্গি হামলায় নিহত ২৬ জনের দেহ পহেলগাম হাসপাতাল থেকে শ্রীনগরে পাঠানো হয়েছে।