Pegasus Spyware: মোদী সরকারই কিনেছিল ‘পেগাসাস’, নতুন তথ্যের ভিত্তিতে FIR-এর দাবি সুপ্রিম কোর্টের আইনজীবীর

ইজরায়েল থেকে ২০১৭ সালে ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত সরকার, এমটাই দাবি করছে আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। তাদের দাবি, ইজরায়েল সরকার ভারতের কাছে 'পেগাসাস' প্রযুক্তি বিক্রি করেছে।  পেগাসাস সংক্ক্রান্ত মামলার তদন্তের জন্য দায়ের করা আবেদনের ভিত্তিতে আবেদনকারী আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টে আরও একটি আবেদন জমা দিয়েছেন। এমএল শর্মার দাবি, এই চুক্তির জন্য নিউ ইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করা হোক।

Advertisement
'মোদী সরকারই কিনেছিল পেগাসাস’, FIR-এর দাবিপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ইজরায়েল থেকে ২০১৭ সালে ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত
  • এমটাই দাবি করছে আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক টাইমস
  • তাদের দাবি, ইজরায়েল সরকার ভারতের কাছে 'পেগাসাস' প্রযুক্তি বিক্রি করেছে

ইজরায়েল (Israel) থেকে ২০১৭ সালে ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার ‘পেগাসাস’ (Pegasus Spyware) কিনেছিল ভারত সরকার (Indian Government), এমটাই দাবি করছে আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক টাইমস (The New York Times)। তাদের দাবি, ইজরায়েল সরকার ভারতের কাছে 'পেগাসাস' প্রযুক্তি বিক্রি করেছে। 

পেগাসাস সংক্রান্ত মামলার তদন্তের জন্য দায়ের করা আবেদনের ভিত্তিতে আবেদনকারী আইনজীবী মনোহর লাল শর্মা সুপ্রিম কোর্টে আরও একটি আবেদন জমা দিয়েছেন। এমএল শর্মার দাবি, এই চুক্তির জন্য নিউ ইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করা হোক।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোহর লাল শর্মা গণমাধ্যমে আবেদনের একটি স্বাক্ষরিত অনলাইন অনুলিপি দিয়ে দাবি করেছেন, তিনি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তদন্তের জন্য সুপ্রিম কোর্টে দাখিল করেছেন, সত্যিই ভারত ইজরায়েলের থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনেছে কি না তা খতিয়ে দেখতে।

এদিকে নিউইয়র্ক টাইমস 'পেগাসাস' সংক্রান্ত তথ্য দিয়ে জানিয়েছে, ভারত সরকার ২০১৭-তে ক্ষেপণাস্ত্র সহ ২ বিলিয়ন ডলারের প্যাকেজে পেগাসাস কিনেছিল। এই তথ্যের ভিত্তিতেই পেগাসাস মামলায় আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন।

আরও পড়ুন, ভারতে করোনায় মৃত্যুর বৃদ্ধি অব্যাহত, ২৪ ঘন্টায় মৃত ৮৯৩ 

সুপ্রিম কোর্ট আগেই পেগাসাস মামলার তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গঠিত বিচারপতি লোকুর কমিশনকে স্থগিত করেছিল। দিন কয়েক আগে শুনানির সময়, বাংলার আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানিয়েছিলেন, কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা, তাই সরকার এতে আদেশ জারি করতে পারে না।

প্রধান বিচারপতি এনভি রমানা লোকুর তদন্ত কমিশনকে যে কোনও ধরণের তদন্ত নিষিদ্ধ করে নোটিশ জারি করতে বলেছিলেন। পশ্চিমবঙ্গের আইনজীবী অভিষেক মনু সিংভিকেও বলেন, আপনি এখন এই বিষয়ে কোনও তদন্ত করবেন না। সিংভি পাল্টা জবাব দেন, আপনার নির্দেশ অনুযায়ী আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। আদালতের নির্দেশ, যতদিন বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকবে ততদিন কমিশন তদন্ত করবে না। প্রধান বিচারপতিকে সিংভি আরও বলেন, আপনারও কমিশনকে নোটিশ দেওয়া উচিত।

Advertisement

POST A COMMENT
Advertisement