কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya) মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে ভারত জোড়ো যাত্রায় কোভিড নিয়ম (Coronavirus Guidelines) সম্পর্কে চিঠি লিখেছেন। চিন এবং পূর্ব এশিয়ায় কোভিড বাড়ছে। তাই স্বাস্থ্যমন্ত্রী একটি নির্দেশ জারি করেছেন। রাহুল গান্ধী এবং অশোক গেহলটকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে, ভারত জোড়ো যাত্রার সময় কোভিড নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা উচিত এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা উচিত।
চিঠিতে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও অনুরোধ করেছেন যে যদি COVID প্রোটোকল অনুসরণ করা সম্ভব না হয় তবে জনস্বাস্থ্য জরুরি অবস্থার কথা মাথায় রেখে জাতীয় স্বার্থে ভারত জোড়ো যাত্রা স্থগিত করা হবে।
In the letter, the Union Health Minister also requests that if following COVID protocol is not possible then the Bharat Jodo Yatra be postponed in national interest, taking note of public health emergency. pic.twitter.com/zjFi6fhHer
— ANI (@ANI) December 21, 2022
বুধবার হরিয়ানায় পৌঁছেছে ভারত জোড়ো যাত্রা। পতাকা হস্তান্তর অনুষ্ঠানের পর বুধবার হরিয়ানার নুহ শহরের পাটন উদয়পুরী থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আবার শুরু হয়েছে। ৪ ঘণ্টা হাঁটার পর সকাল সাড়ে ১০টার দিকে ফিরোজপুর ঝিরকা মন্ডিতে যাত্রা বিরতি নেবে। বিকেল সাড়ে তিনটায় আবার যাত্রা শুরু হবে।
৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া পদযাত্রা, রাজস্থানের ১২তম দিনে শুক্রবার ১০০ দিন পূর্ণ করেছে ভারত জোড়ো। এখনও পর্যন্ত, ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের কিছু অংশ কভার করেছে এবং এখন হরিয়ানায় রয়েছে। শেষ হবে জম্মু ও কাশ্মীরে।
চিনে ফের বাড়ছে করোনা (Coronavirus)। আর এই বাড়বাড়ন্তে উদ্বেগ বাড়ছে ভারতও। ফের কি শুরু হবে লকডাউন? আতঙ্কের মাঝেই এবার বৈঠকের ডাক দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগে থেকেই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নামতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। বিস্তারিত নির্দেশিকাও পাঠিয়েছে কেন্দ্র। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য অতিমারি পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একাধিক নয়া বিধিনিষেধও আরোপ করে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : বিশ্বে ৩৬ লক্ষ আক্রান্ত-১০ হাজার মৃত্যু, COVID নিয়ে জরুরি বৈঠকে কেন্দ্রও