Pragya Singh Thakur: 'লভ জেহাদ রুখতে ধারালো ছুরি রাখুন', আবারও বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞার

মুম্বইয়ের শ্রদ্ধা ওয়াকার থেকে অধুনা তুনিশা শর্মা, জানা গেছে দুজনেরই প্রেমিক মুসলিম। দুজনেরই মৃত্যু নিয়ে তোলপাড় দেশ। উঠছে লাভ জেহাদের তত্ত্বও। এই পরিস্থিতিতে নতুন করে বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন ভোপালের কট্টর হিন্দুত্ববাদী নেত্রী তথা, বিজেপি (BJP) সাংসদ সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya)। তিনি সরাসরি ঘরে অস্ত্র রাখার নিদার দিলেন।

Advertisement
'লভ জেহাদ রুখতে ধারালো ছুরি রাখুন', বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞারপ্রজ্ঞা
হাইলাইটস
  • মুম্বইয়ের শ্রদ্ধা ওয়াকার থেকে অধুনা তুনিশা শর্মা, জানা গেছে দুজনেরই প্রেমিক মুসলিম।
  • দুজনেরই মৃত্যু নিয়ে তোলপাড় দেশ। উঠছে লাভ জেহাদের তত্ত্বও।

মুম্বইয়ের শ্রদ্ধা ওয়াকার থেকে অধুনা তুনিশা শর্মা, জানা গেছে দুজনেরই প্রেমিক মুসলিম। দুজনেরই মৃত্যু নিয়ে তোলপাড় দেশ। উঠছে লাভ জেহাদের তত্ত্বও। এই পরিস্থিতিতে নতুন করে বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন ভোপালের কট্টর হিন্দুত্ববাদী নেত্রী তথা, বিজেপি (BJP) সাংসদ সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya)। তিনি সরাসরি ঘরে অস্ত্র রাখার নিদার দিলেন। 
সোমবার, কর্নাটকে একটি হিন্দু মহিলা সংগঠনের সভায় প্রকাশ্যে প্রজ্ঞা বলেন, ‘লাভ জেহাদ ঠেকাতে হিন্দু ঘরের মেয়েদের মূল্যবোধ শেখাতে হবে। তাদের ছোট থেকে সংস্কারি করে তুলতে হবে ।’

প্রজ্ঞা আরও বলেন, ‘লাভ জেহাদ আমাদের ঠেকাতেই হবে। ওরা যদি আমাদের মেয়েদের দখল করে নিতে চায়, হামলা করে তাহলে আমাদেরও পাল্টা দেওয়ার অধিকার আছে। ঘরে হাতিয়ার রাখুন। কিছু না পেলে সবজি কাটার ছুরিতে ভাল করে শান দিয়ে রাখুন। ওটা দিয়ে যেমন সবজি কাটা যায়,তেমন শত্রুর মাথাও কাটা যাবে।’

আরও পড়ুন-Twitter Users Data: সলমন খান, সুন্দর পিচাই-সহ ৪০ কোটি টুইটার-তথ্য বিক্রির হুমকি!

কয়েক বছর আগে সংসদে দাঁড়িয়ে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক আখ্যা দিয়েছিলেন উমা ভারতীর স্নেহধন্যা প্রজ্ঞা। বরাবরই তাঁর কথা নিয়ে বিতর্ক হয়। এদিন ফের আর এক প্রস্থ বিতর্ক শুরু হল।

এদিন প্রজ্ঞা কর্নাটকের শিবমোগায় হিন্দু জাগরানা বেদিকের দক্ষিণ অঞ্চলের বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে একথা বলেন। তাঁর বক্তব্য, ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীতে সমস্ত অত্যাচারী ও পাপীর অবসান ঘটাও, তা না হলে এখানে ভালবাসার প্রকৃত সংজ্ঞা টিকে থাকবে না। তাই লাভ জেহাদে জড়িতদের একইভাবে জবাব দিন। আপনার মেয়েদের রক্ষা করুন, তাদের সঠিক মূল্যবোধ শেখান।

পাশপাশি শ্রদ্ধার মতে, ছেলে-মেয়েদের মিশনারি স্কুল-কলেজে পড়ানো উচিত নয়। কারণ তারাই বড় হয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে।

আরও পড়ুন-কেন আত্মহত্যা করলেন তুনিশা, ঠিক কী হয়েছিল সেদিন ?

Advertisement

 

POST A COMMENT
Advertisement