Prashant Kishor: PK বলছেন, 'BJP থাকবে, রাহুল গান্ধীর সমস্যা হল...'

গোয়ায় একটি প্রশ্নোত্তর পর্বে এমনই মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। একই সঙ্গে কংগ্রেসের সমস্যার মূলে রাহুল গান্ধীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। 

Advertisement
PK বলছেন, 'BJP থাকবে, রাহুল গান্ধীর সমস্যা হল...' প্রশান্ত কিশোর ও রাহুল গান্ধী
হাইলাইটস
  • 'বিজেপি আগামী অনেক দশক থাকবে'
  • রাহুল গান্ধীর সমস্যা 
  • 'মোদীর শক্তিটা বুঝতে হবে'

ভারতের রাজনীতির কেন্দ্রে আগামী অনেক দশক থাকবে বিজেপি (BJP), নরেন্দ্র মোদী (Narendra Modi) হেরে গেলেও। গোয়ায় একটি প্রশ্নোত্তর পর্বে এমনই মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। একই সঙ্গে কংগ্রেসের সমস্যার মূলে রাহুল গান্ধীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। 

আরও পড়ুন: 'বাংলা লুঠের টাকায় দেশ দখলের চেষ্টা দিদির, ফ্রন্টম্যান PK!' বিস্ফোরক অধীর 

'বিজেপি আগামী অনেক দশক থাকবে'

প্রশান্ত কিশোরের কথায়, 'জিতুক বা হারুক আগামী কয়েক দশক বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে। যেমন স্বাধীনতার পরবর্তী ৪০ বছর ছিল কংগ্রেস। ভারতে এক বার যদি ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে গেলে দ্রুত প্রস্থানের সম্ভাবনা নেই। সুতরাং মানুষ ক্ষুব্ধ, তাই নরেন্দ্র মোদীকে ছুড়ে ফেলে দেবে, এই ভ্রান্ত ধারণার খপ্পরে পড়া উচিত নয়। হয়তো মানুষ মোদীকে ছুড়ে ফেলে দেবেন, কিন্তু থেকেই যাবে। তারা এখানেই থাকবে এবং পরবর্তী কয়েক দশক ধরে লড়াই চালাবে।'

আরও পড়ুন: 'পরামর্শদাতার' ভোট পাবেন মমতা, ভবানীপুরের ভোটার তালিকায়

রাহুল গান্ধীর সমস্যা 

প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা কয়েক সপ্তাহ আগেও তুঙ্গে ছিল। কিন্তু আপাতত সেই জল্পনা থিতিয়ে গিয়েছে। সূত্রের খবর, কংগ্রেসে হয়তো যোগ দেবেন না প্রশান্ত কিশোর। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছেন। এদিন কংগ্রেসের সমস্যার মূল কারণ হিসেবে রাহুল গান্ধীকেই চিহ্নিত করেছেন পিকে। তাঁর বক্তব্য, 'রাহুল গান্ধীর সমস্যা হল, উনি মনে করেন, মানুষ মোদীকে সরানো শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তা হচ্ছে না। আপনি যদি প্রতিপক্ষের সঙ্গে শক্তিপরীক্ষা না করেন, তাঁর শক্তি সম্পর্কে আপনার উপলব্ধি না হয়, কখনওই তাঁকে হারাতে পারবেন না।'

'মোদীর শক্তিটা বুঝতে হবে'

এখানেই শেষ নয়, তিনি আরও বলছেন, 'বেশির ভাগেরই সমস্যা আমি দেখছি, ওঁর (মোদী) শক্তিটা বোঝার চেষ্টা করছে না, কেন উনি জনপ্রিয়, এটা বোঝার চেষ্টা করছে না। সেটা বুঝতে পারলে তবেই আপনি পাল্টা লড়াই দিতে পারবেন।'

Advertisement

প্রশান্ত কিশোরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। একটি নিউজ চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় অধীর বলেন, 'প্রশান্ত কিশোর নতুন করে বিজেপি-র গুন গাইছেন। বর্তমানে উনি ভোটের ঠিকাদার। আগে মোদীর হয়ে ভোট করেছেন, এখন মমতার হয়ে ভোট করছেন। যে বেশি টাকা দেবে তার হয়ে ভোট করে করেন উনি। নতুন করে টাকা নিয়ে বিজেপিকে ভালো জায়গা করে দিতে চাইছেন।'

POST A COMMENT
Advertisement