বিজেপি নেতা তেজিন্দর বাগ্গাকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে তাঁকে ধরা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং সম্প্রীতি ভঙ্গের অভিযোগে মামলা করেছেন জনৈক আপ নেতা। ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বাগ্গাকে। এই গ্রেফতারি নিয়ে চলছে তীব্র নাটক। পথেই পঞ্জাব পুলিশকে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। এদিকে পঞ্জাব পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বলে রাখি, হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। আর দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন।
গত মাসে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আপ নেতা সানি সিং। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, গুজব ছড়ানো, ধর্মীয় উস্কানি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ ওঠে। ৩০ মার্চ একটি বিক্ষোভ কর্মসূচি থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাগ্গার বিরুদ্ধে। পুলিশকে সেই ভিডিও ক্লিপটিও দিয়েছেন আপ নেতা।
পঞ্জাব পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তেজিন্দরের বাবা প্রতীপাল সিং বাগ্গা। তিনি জানান, 'সকালে পঞ্জাব পুলিশের ১০-১৫ জনের দল ঘরে ঢোকে। ফোনে ভিডিও করছিলাম। আমার মুখে ঘুষি মেরে ফোনটি কেড়ে নেয় ওরা। তেজিন্দরকে টানতে টানতে বাইরে বের করে নিয়ে যায়। পাগড়িও ঠিকঠাক করে পরার সুযোগ দেওয়া হয়নি।'
ঘটনায় অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছে বিজেপি। দিল্লিতে দলীয় মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুরের কথায়, পঞ্জাবে ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছেন কেজরিওয়াল। তেজিন্দর বাগ্গার পরিবারের পাশে দিল্লির সব নাগরিক। ঘটনার নিন্দা করছি।'
तजिंदर बग्गा को पंजाब पुलिस के 50 जवान घर से गिरफ्तार करके ले गए@TajinderBagga एक सच्चा सरदार है उसे ऐसी हरकतों से ना डराया जा सकता है, ना कमजोर किया जा सकता
— Kapil Mishra (@KapilMishra_IND) May 6, 2022
एक सच्चे सरदार से इतना डर क्यों ?
কেন সাচ্চা সর্দারকে ভয় পাচ্ছেন কেজরিওয়াল? প্রশ্ন বিজেপি নেতা কপিল মিশ্রার। তিনি টুইট করেছেন,'এভাবে তেজিন্দর বাগ্গাকে না তো রোখা যাবে, না দুর্বল করা যাবে।'
संवैधानिक व्यवस्था में यकीन रखने वाला दिल्ली का हर नागरिक @ArvindKejriwal के द्वारा
— Praveen Shankar Kapoor (@praveenskapoor) May 6, 2022
सोशल मीडिया नायक @TajinderBagga
को पंजाब पुलिस का दुरुपयोग कर गिरफ्तार कराये जाने का विरोध करता है।@BJP4Delhi Strongly Condemns Arrest of @BJYM Secretary Tajinder Bagga.@rohitTeamBJP
বিরোধী কণ্ঠস্বর রোধ করতে চাইছেন কেজরিওয়াল? ইন্ডিয়া টুডে-তে একটি সাক্ষাৎকারে তেজিন্দর বাগ্গাকে চিনতেও অস্বীকার করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পরও অনড় ছিলেন বাগ্গা। তিনি জানিয়েছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে কেজরিওয়াল নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া বিরোধিতা চালিয়ে যাবেন।
আরও পড়ুন- মসজিদে লাউডস্পিকার সাংবিধানিক অধিকার নয়: হাইকোর্ট