কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলওয়ামা হামলা ও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয় সিংয়ের বক্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। রাহুল গান্ধী বলেছেন, দিগ্বিজয় সিং যা বলেছেন তার সঙ্গে তিনি একমত নন। রাহুল গান্ধী বলেছেন, সেনাবাহিনীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। দেশের সেনাবাহিনী যে অপারেশনই করুক না কেন, তার প্রমাণ দেওয়ার দরকার নেই। শুধু তাই নয়, এই সময় রাহুল গুলাম নবী আজাদের কাছে ক্ষমাও চান তিনি। রাহুল বলেন, আমি যদি কখনও গুলাম নবি আজাদ এবং চৌধুরী লাল সিংকে কষ্ট দিয়ে থাকি, আমি তাদের কাছে ক্ষমা চাইছি।
মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেছিলেন যে পুলওয়ামায় আমাদের ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন। সিআরপিএফ আধিকারিকরা সমস্ত সৈন্যকে এয়ারলিফ্ট করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী রাজি হননি। এমন ভুল হল কিভাবে? তিনি বলেন, আজ পর্যন্ত পুলওয়ামা নিয়ে সংসদে কোনো রিপোর্ট পেশ করা হয়নি। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে তিনি দাবি করলেও প্রমাণ দেখাননি। তারা (বিজেপি) শুধু মিথ্যা ছড়ায়।
আরও পড়ুন-কবে-কাকে বিয়ে করছেন, প্রথম চাকরি কোথায়? সব জানালেন রাহুল
ভারত জোড়ো যাত্রায় গুলাম নবী আজাদকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে জানতে চাইলে রাহুল গান্ধী বলেন, গুলাম নবী আজাদের দলের বেশিরভাগ লোক আমাদের সঙ্গে বসেছিল। ৯০% লোক কংগ্রেসে যোগ দেয়। ওই দিকে শুধু গোলাম নবী একা থাকেন। আমি গোলাম নবী আজাদকে শ্রদ্ধা করি। আমি যদি তাদের কোনও ভাবে কষ্ট দিয়ে থাকি, আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, কংগ্রেসের বর্তমান পরিস্থিতির জন্য কার্যত রাহুলকেই নিশানা করেছিলেন গুলাম নবী আজাদ। তিনি অভিযোগ করেছিলেন, রাহুল প্রবীণ নেতাদের অসম্মান করতেন। কংগ্রসের জি ২৩ গোষ্ঠীর নেতারা দলে সংস্কার চেয়ে চিঠি দেওয়ার পর কপিল সিব্বলের বাড়িতে হামলা হয়েছিল, তাঁকেও অসম্মান করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা।
আরও পড়ুন-'আজ পর্যন্ত কোনও রিপোর্ট পেশ হয়নি,' পুলওয়ামা-সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের সরব দিগ্বিজয়