scorecardresearch
 

রাহুল গান্ধীর ড্রিমগার্ল কেমন? খোলামেলা জবাব কংগ্রেস নেতার

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দিদিমা ইন্দিরা গান্ধীর বিষয়ে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ইন্দিরা গান্ধী তাঁর জীবনের ভালবাসা ও তাঁর দ্বিতীয় মা। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি এমন কোনও মহিলাকে বিয়ে করতে চান যাঁর মধ্যে তাঁর দিদিমার মতো গুণ রয়েছে? উত্তরে রাহুল বলেন, 'এটি আকর্ষণীয় প্রশ্ন। আমি এমন মহিলাকে বিয়ে করতে চাইব, যাঁর মধ্যে আমার মা ও দিদিমা, দুজনেরই গুণ রয়েছে। সেটাই ভাল হবে।'  নিজের ট্যুইটার হ্যান্ডেলেও ইন্টারভিউটি শেয়ার করেছেন রাহুল গান্ধী।

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী
হাইলাইটস
  • বিয়ে নিয়ে কথা বললেন রাহুল গান্ধী
  • জানালেন কেমন মহিলা পছন্দ তাঁর
  • ইন্টারভিউ শেয়ার নিজের ট্যুইটারেও

ভারত জোড়ো যাত্রার মাঝেই এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ, তাও জানান তিনি। রাহুল গান্ধী বলেন, তিনি এমন একজন মহিলার সঙ্গে জীবন কাটাতে চান, যাঁর মধ্যে তাঁর মা সোনিয়া গান্ধী এবং দিদিমা ইন্দিরা গান্ধী, উভয়েরই গুণ আছে। 

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দিদিমা ইন্দিরা গান্ধীর বিষয়ে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ইন্দিরা গান্ধী তাঁর জীবনের ভালবাসা ও তাঁর দ্বিতীয় মা। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি এমন কোনও মহিলাকে বিয়ে করতে চান যাঁর মধ্যে তাঁর দিদিমার মতো গুণ রয়েছে? উত্তরে রাহুল বলেন, 'এটি আকর্ষণীয় প্রশ্ন। আমি এমন মহিলাকে বিয়ে করতে চাইব, যাঁর মধ্যে আমার মা ও দিদিমা, দুজনেরই গুণ রয়েছে। সেটাই ভাল হবে।'  নিজের ট্যুইটার হ্যান্ডেলেও ইন্টারভিউটি শেয়ার করেছেন রাহুল গান্ধী।

'পাপ্পু' প্রসঙ্গে মুখ খোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'যাঁরা তাকে এভাবে ডাকছেন তাঁরা ভয়ে এমন করছে। তাঁদের জীবনে কিছুই হচ্ছে না। জীবনে কিছু ভাল না হওয়ায় তাঁরা অসুখী, আর সেই জন্যই তাঁরা অপরকে গালাগালি দিচ্ছেন। আমি বলি, তাঁরা আমাকে আরও গালাগলি দিতে পারেন... তাঁরা আমাকে আরও অনেক নাম দিতে পারেন, আমি পাত্তা দিই না।'

ইলেক্ট্রিক বাহন প্রসঙ্গে...
অন্যদিকে ইলেক্ট্রিক বাহন প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, 'আমি মনে করি, আমাদের যা করা উচিত আমরা তা করছি না। কারণ ইবি (ইলেক্ট্রিক বাহন) বিপ্লবের জন্য একটি ভিত্তি প্রয়োজন এবং সেটি আমাদের নেই।' তিনি বলেন, 'ব্যাটারি, মোটর ও পরিকাঠামো উৎপাদনের কোনও ভিত্তি নেই। এটি পদ্ধতিগতভাবে করা হচ্ছে না, সবই অ্যাডহক। তাঁরা সত্যিই বুঝতে পা না যে এটি কীভাবে করা উচিত।' গান্ধী আরও বলেন যে, ভারত আরও একটি বিপ্লব মিস করে গিয়েছে, সেটি হল ড্রোন বিপ্লব। এর জন্য দুঃখপ্রকাশও করেন তিনি।

Advertisement

সাইকেল চালানো পছন্দ রাহুলের
এছাড়া ইন্টারভিউতে বাইক ও সাইকেল চালানোর প্রতি তাঁর ভালবাসার কথাও জানিয়েছেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি চিনা সংস্থার উল্লেখও করেন রাহুল। সেই সংস্থা ইলেক্ট্রিক মোটরযুক্ত সাইকেল এবং মাউন্টেন বাইক তৈরি করে। 

কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, 'আমি একটি ইলেকট্রিক স্কুটার চালিয়েছি, কিন্তু কখনও ইলেকট্রিক বাইক চালাইনি। আপনি কি এই চিনা সংস্থাকে দেখেছেন...তারা বৈদ্যুতিক মোটর দিয়ে সাইকেল এবং মাউন্টেন বাইক তৈরি করে...খুব আকর্ষণীয় কনসেপ্ট...।' তিনি বলেছিলেন যে তাঁর কোনও গাড়ি নেই। তাঁর একটি CR-V আছে, যা তাঁর মায়ের।

রাহুল গান্ধী অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন, 'আমি সত্যিই গাড়িতে আগ্রহী নই। আমি মোটর বাইকেও আগ্রহী নই, তবে আমি মোটর বাইক চালাতে আগ্রহী। আমি গাড়ি ঠিক করতে পারি, কিন্তু আমি গাড়িতে আগ্রহী নই। আমি দ্রুত চলতে, বাতাসে উড়তে, জলে ভাসতে এবং মাটিতে এগিয়ে চলার নীতি পছন্দ করি।' 

আরও পড়ুন - সম্পূর্ণ ডাউন Twitter, লগ-ইন করতে গেলেই ভেসে আসছে 'এরর' মেসেজ 

 

Advertisement