সাংসদ পদ যাওয়ার পর এবার সরকারি বাংলোও খালি করার নির্দেশ পেলেন রাহুল গান্ধী। সূত্রে এমনটাই জানা গেছে। রাহুলকে ২২ এপ্রিলের মধ্যে দিল্লিতে তার সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে। সোমবার লোকসভা হাউজিং কমিটি রাহুল গান্ধীকে সরকারি বাংলো খালি করার জন্য একটি নোটিশ জারি করেছে বলে জানা গেছে।
২০০৪ সালে লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর রাহুল গান্ধীকে ১২, তুঘলক লেনের বাংলোটি বরাদ্দ করা হয়েছিল। গত সপ্তাহে লোকসভা সচিবালয় তাকে সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণা করে।
গত ২৩ মার্চ ২০১৯ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় সুরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। তবে আদালত তাঁকে অবিলম্বে জামিন দিয়ে উচ্চ আদালতে আপিল করার জন্য ৩০ দিনের সময় দিয়েছে। তবে রাহুল গান্ধী আট বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, যদি না উচ্চ আদালত তার সাজা স্থগিত না করে। কংগ্রেস জানিয়েছে, যে তারা রাজনৈতিক ও আইনিভাবে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া এবং অযোগ্যতার বিরুদ্ধে লড়াই করবে।
মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাতের সুরত জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুন-রাহুল-ইস্যুতেই বিরোধী জোট? কংগ্রেসের ডাকে বৈঠকে TMC-ও