
শেষপর্যন্ত রাহুলের সংসদ সদস্যপদ বাতিলের প্রতিবাদে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল। প্রথম থেকে একলা চলো নীতি নিয়ে চললেও, এই ইস্যুতে কংগ্রেসের বৈঠকে তৃণমূল যোগ দেবে বলে জানা গেছে। এর আগে রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'-সহ কংগ্রেসের একাধিক কর্মসূচীতে অংশ নেয়নি কংগ্রেস। অধীর চৌধুরীর ডাকে সিপিআইএম যাত্রায় যোগ দিলেও দূরত্ব বজায় রেখে চলছিল তৃণমূল। কিন্তু রাহুল ইস্যুতে অন্য বিরোধীদের মতোই তৃণমূলও একজোট হল।
মল্লিকার্জুন খাড়গের ( Mallikarjun Kharge ) ডাকা বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস ( TMC )। আজ খাড়গের ডাকা বৈঠকে যাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জহর সরকার, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আন্দোলন জোরদার করতে আজ কালো পোশাকে সংসদে হাজির হবেন কংগ্রেসের সাংসদরা। কালো কাপড় নিয়ে আজ সংসদে যাবেন তৃণমূল সাংসদরাও। সকাল ১০টায় বৈঠক শুরু হয়েছে। মোট ১৮টি দল বৈঠকে অংশ নিয়েছে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে 'বিজেপির সবচেয়ে বড় টিআরপি' বলে নিন্দা করেছিলেন বলে অভিযোগ। সেসবের মধ্যেই রাহুল ইস্যুতে বৈঠকে যোগ দিল তৃণমূল। কংগ্রেসের ডাকা বৈঠকের চরিত্র এবং বাকি বিরোধী দলগুলির ভাবগতিক বুঝতে প্রসূন এবং জহরকে সোমবারের বৈঠকে পাঠানো হয়েছে। সোমবার রাহুল প্রশ্নে সংসদে তিন দফার কর্মসূচি নিয়ে এগোতে চাইছে তৃণমূল। সকালে বৈঠকের পর সুদীপের নেতৃত্বে আলাদা করে বৈঠকও করার কথা তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের।
আরও পড়ুন-'রাহুল হার্ভার্ড-কেমব্রিজে পড়েছে, আর ওকে পাপ্পু বলে ডাকেন', আক্রমণ প্রিয়াঙ্কার