scorecardresearch
 

Rahul Gandhi Disqualification: 'রাহুল হার্ভার্ড-কেমব্রিজে পড়েছে, আর ওকে পাপ্পু বলে ডাকেন', আক্রমণ প্রিয়াঙ্কার

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের (Rahul Gandhi Disqualification) পর থেকেই কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করছে কংগ্রেস। আজ দিল্লির রাজঘাটে 'সংকল্প সত্যাগ্রহ' করেছে কংগ্রেস।

Advertisement
প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী
হাইলাইটস
  • আজ দিল্লির রাজঘাটে 'সংকল্প সত্যাগ্রহ' করেছে কংগ্রেস
  • যাতে দলের সমস্ত প্রবীণ নেতারা অংশ নিয়েছিলেন

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের (Rahul Gandhi Disqualification) পর থেকেই কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করছে কংগ্রেস। আজ দিল্লির রাজঘাটে 'সংকল্প সত্যাগ্রহ' করেছে কংগ্রেস। যাতে দলের সমস্ত প্রবীণ নেতারা অংশ নিয়েছিলেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, 'এই দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ, লজ্জার, আমার বিরুদ্ধে মামলা করুন... কিন্তু বাস্তবতা হচ্ছে এদেশের প্রধানমন্ত্রী কাপুরুষ।'

রাহুলকে পাপ্পু বলা হয়

রাহুল গান্ধীকে উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'এই লোকটি আপনাদের হয়ে আওয়াজ তুলছে, তিনি বলছেন গরিব, যুবক ও মহিলাদের অধিকার দিতে হবে। এটা রাহুল গান্ধীর কথা নয়, গোটা দেশের কথা। রাহুল গান্ধী বিশ্বের সবচেয়ে বড় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। তিনি হার্ভার্ড এবং কেমব্রিজ থেকে ডিগ্রি নিয়েছেন। সে কেমব্রিজ থেকে অর্থনীতিতে মাস্টার্স, এম.ফিল ডিগ্রি পেয়েছেন এবং আপনি তাঁকে পাপ্পু (Pappu) বানাচ্ছেন... আপনি ডিগ্রি দেখেননি, আপনি সত্য দেখেননি এবং তাই তাঁকে পাপ্পু বানিয়েছেন। তারপর জানা গেল এই পাপ্পু বেড়াতে গিয়েছেন এবং তারপর জানা গেল তিনি শুধু পাপ্পু নয়, তার সঙ্গে লাখ লাখ মানুষ হাঁটছে। তিনি সৎ। তিনি সব বুঝেই জনসাধারণের মাঝে যাচ্ছেন। জনসাধারণও তাঁর সঙ্গে যাচ্ছে। প্রধানমন্ত্রী আতঙ্কিত, কারণ রাহুল গান্ধী সংসদে এমন প্রশ্ন তুলেছেন যার উত্তর তাঁর কাছে নেই।'

আরও পড়ুন: Droupadi Murmu: মঙ্গলবার রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গণ ই-মেল করবেন ডিএ আন্দোলনকারীরা

এখন সবকিছু বদলে যাচ্ছে

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'যখন অহংকারী, স্বৈরশাসকরা জবাব দিতে অক্ষম হয়, তখন তারা পূর্ণ ক্ষমতা নিয়ে জনগণকে দমন করার চেষ্টা করে। একবারও কি ভেবে দেখেছেন কেন এই গোটা সরকার একজন মানুষকে বাঁচাতে এত আপ্রাণ চেষ্টা করছে? আপনি দেশের সব সম্পত্তি আদানিকে দিচ্ছেন? কে এই আদানি, যার নাম শুনলেই চমকে উঠবেন? অহংকারী রাজা জনসাধারণের কাছে জবাব দেয় এবং দেশ তাকে স্বীকৃতি দেয়। এটা এদেশের ঐতিহ্য, হিন্দু ধর্মের ঐতিহ্য। আমার পরিবার আমাকে শিখিয়েছে এই দেশ মন থেকে কথা বলে, সত্যকে চেনে। আজ সেই দিন, যেদিন থেকে সবকিছু বদলে যেতে শুরু করবে।'

Advertisement

আমার বাবাকে অপমান করা হয়েছিল

এর আগে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, 'পার্লামেন্টে আমার শহিদ বাবাকে অপমান করা হয়েছে। শহিদের ছেলেকে অপমান করা হয়, তাঁকে মীরজাফর বলা হয়। আমার মাকে অপমান করা হয়েছে। আপনার মন্ত্রী বলেন রাহুল গান্ধীর বাবা কে? প্রধানমন্ত্রী গান্ধী পরিবারকে বলছেন কেন তারা নেহরু উপাধি ব্যবহার করেন না? আপনি যদি পরিবারবাদী বলেন, তাহলে ভগবান রাম কে ছিলেন? তিনি কি পরিবারবাদী ছিলেন? পাণ্ডবরা কি পরিবারবাদী ছিলেন? আর এই দেশের জন্য আমাদের পরিবারের সদস্যরা শহিদ হয়েছেন বলে কি আমাদের লজ্জিত হওয়া উচিত?'

Advertisement