ব্যক্তিগত সফরে নেপালে যাওয়া রাহুল গান্ধীর একটি ভিডিও শেয়ার করেছে বিজেপি। ভিডিওতে রাহুল গান্ধীকে একটি নাইটক্লাবে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে এক মহিলাকেও। সোশ্যাল মিডিয়ায় বেশ কেয়কজন ইউজার ও বিজেপির কিছু নেতা দাবি করেছেন যে ওই মহিলা চিনা কূটনীতিক হাউ ইয়ানকি। বিজেপি নেতাদের এমন বেশকিছু ট্যুইট ভাইরালও হয়েছে।
সোমবার নেপালে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানা গিয়েছে, নেপালি বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। তারই মাঝে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ভিডিওতে রাহুলকে যে জায়গায় দেখা যাচ্ছে সেটি কাঠমান্ডুর লর্ড অফ দ্য ড্রিংকস নাইটক্লাব।
ভিডিওতে রাহুলের সঙ্গে এক মহিলাকেও দেখা যাচ্ছে। ভিডিওতে দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। নাইটক্লাবে জোরে গান বাজছে এবং সেখানে মানুষের ভিড় স্পষ্ট দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে নানা ধরনের দাবিও করা হচ্ছে।
তবে কিছু সোশ্যাল মিডিয়া ইউজার বলেছেন যে, মহিলাটি হাউ ইয়ানকি নন, কেবল রাহুল গান্ধীর সঙ্গে থাকা মহিলার সঙ্গে তাঁর চেহারার মিল রয়েছে। হয়তো সে কারণেই মানুষ ভাবছেন যে তিনি একজন চিনা কূটনীতিক। এ নিয়ে ট্যুইটারে অনেক ইউজারই নিজেদের মতামত ব্যক্ত করেছেন।
কংগ্রেস-বিজেপি তর্জা
এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে তর্জা। বিজেপিতে কোনও ভুল নেই বলে দাবি বিজেপির। পাল্টা কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, রাহুল গান্ধী তাঁর বন্ধুর বিয়েতে যোগ দিতে কাঠমান্ডু গিয়েছেন এবং এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সফর। বিয়ে ও বাগদান অনুষ্ঠানে যোগ দেওয়া সংস্কৃতি ও সভ্যতার বিষয় বলেও মন্তব্য করেছেন সুরজেওয়ালা।
আরও পড়ুন - লু থেকে খুদেদের বাঁচাতে বলিউডি সুরে গান শিক্ষকের, নিমেষে VIRAL