Rahul Gandhi: 'কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে প্রস্তুত', শিখ দাঙ্গা নিয়ে কী বললেন রাহুল?

১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেসের ভূমিকা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। বললেন, কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে তিনি প্রস্তুত। ওই ঘটনাকে ভুল বলেও অভিহিত করেছেন রাহুল। রায়বরেলির সাংসদের এ হেন মন্তব্য নজর কেড়েছে জাতীয় রাজনীতিতে। 

Advertisement
'কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে প্রস্তুত', শিখ দাঙ্গা নিয়ে কী বললেন রাহুল?শিখ পড়ুয়ার এক প্রশ্নের মুখে পড়েন সনিয়া-পুত্র।
হাইলাইটস
  • ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেসের ভূমিকা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী।
  • বললেন, কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে তিনি প্রস্তুত।
  • ওই ঘটনাকে ভুল বলেও অভিহিত করেছেন রাহুল।

১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেসের ভূমিকা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। বললেন, কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে তিনি প্রস্তুত। ওই ঘটনাকে ভুল বলেও অভিহিত করেছেন রাহুল। রায়বরেলির সাংসদের এ হেন মন্তব্য নজর কেড়েছে জাতীয় রাজনীতিতে। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন রাহুল। সেখানে শিখ পড়ুয়ার এক প্রশ্নের মুখে পড়েন সনিয়া-পুত্র। ওই পড়ুয়া বলেন, 'শিখদের সঙ্গে মিটমাট করার কোনও চেষ্টাই করেননি আপনি। তবুও আপনি আমাদের ভয় পেতে বলছেন, বিজেপির ভারত কেমন হবে এটা বলে?'

ঠিক কী বলেছেন রাহুল?

প্রশ্নের জবাব দিতে গিয়ে রাহুল বলেন, 'প্রথমত, আমি মনে করি না যে, শিখদের ভয় পাওয়ার মতো কিছু আছে। যে সময় এসব ঘটেছে, সে সময় আমি ছিলাম না। কিন্তু, আমি খুবই খুশি যে, ইতিহাসে কংগ্রেস যা ভুল করেছে তার দায়িত্ব নিতে প্রস্তুত।' কংগ্রেস সাংসদ আরও বলেন, 'আমি প্রকাশ্যেই বলছি যে, আশির দশকে যা ঘটেছিল, তা ভুল। আমি বহুবার স্বর্ণমন্দিরে গিয়েছি। শিখ সম্প্রদায়ের সঙ্গে আমার যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে।'

কী বলছে বিজেপি?

রাহুলের মন্তব্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। এক্স হ্যান্ডলে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, 'শুধু ভারত নয়, এখন বিশ্বেও উপহাসের শিকার হচ্ছেন রাহুল গান্ধী।'
 

POST A COMMENT
Advertisement