Rashtrapati Bhavan-এ রয়েছে ৩৪০টি ঘর, জানুন এর ইতিহাস-বিশেষত্ব

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতির বাসভবনই (Raisina Hills) হল রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan)। আগে এটি ব্রিটিশ ভাইসরয়ের সরকারি বাসভবন ছিল। স্বাধীনতার আগে ১৯১১ সালে যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় তৈরি হয় এটি। ভবনটি তৈরি করতে মোট ১৭ বছর সময় লাগে। সালের ২৬ জানুয়ারি, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটি স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। চারতলা বিশিষ্ট রাষ্ট্রপতি ভবনে রয়েছে ৩৪০টি ঘর।

Advertisement
Rashtrapati Bhavan-এ রয়েছে ৩৪০টি ঘর, জানুন এর ইতিহাস-বিশেষত্বরাষ্ট্রপতি ভবন
হাইলাইটস
  • রাষ্ট্রপতি ভবন তৈরি হয়েছিল ১৭ বছর ধরে
  • রয়েছে ২ টনের ঝাড়বাতি
  • বাড়িটির গম্বুজ বহু দূর থেকে দেখা যায়

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022 India) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ফলাফল ২১ জুলাই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতির বাসভবনই (Raisina Hills) হল রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan)। আগে এটি ব্রিটিশ ভাইসরয়ের সরকারি বাসভবন ছিল। স্বাধীনতার আগে ১৯১১ সালে যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় তৈরি হয় এটি। ভবনটি তৈরি করতে মোট ১৭ বছর সময় লাগে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটি স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। চারতলা বিশিষ্ট রাষ্ট্রপতি ভবনে রয়েছে ৩৪০টি ঘর। রাষ্ট্রপতি ভবনে বিল্ডিং ছাড়াও রয়েছে মুঘল গার্ডেন এবং কর্মচারীদের বাসস্থান। রাষ্ট্রপতি ভবনটি নির্মাণ করেছিলেন স্থপতি এডউইন ল্যান্ডসিয়ার লুটিয়েন্স। চলুন জেনে নেওয়া যাক রাষ্ট্রপতি ভবনের বিশেষত্ব।

দরবার হল-
রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ৩৩ মিটার উচ্চতায় ঝুলছে একটি ২ টনের ঝাড়বাতি। ব্রিটিশ আমলে একে বলা হত সিংহাসন ঘর। এতে দুটি সিংহাসন ছিল, ভাইসরয় ও ভাইসরিনের জন্য। এখন তাতে শুধুমাত্র একটি সাধারণ চেয়ার রয়েছে, যেটি রাষ্ট্রপতির জন্য। এই ঘরে গৌতম বুদ্ধের একটি মূর্তি রয়েছে যা গুপ্ত যুগের। এই হলটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের জন্য ব্যবহৃত হয়।

মার্বেল হল-
সেখানে রাজা পঞ্চম জর্জ ও কুইন মেরির মূর্তি রয়েছে। প্রাক্তন ভাইসরয় এবং গভর্নর জেনারেলদের তৈলচিত্র রয়েছে। এখানে রানীর ব্যবহৃত একটি রৌপ্য সিংহাসনও রয়েছে। ব্রিটিশ ক্রাউনের একটি পিতলের রেপ্লিকাও রাখা হয়েছে সেখানে।

সংরক্ষণাগার-
এখানে রয়েছে টমাস ড্যানিয়েলস এবং উইলিয়াম ড্যানিয়েলসের খোদাই করা প্রতিকৃতি এবং বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত ছবি। এ ছাড়া রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া বিভিন্ন উপহারও প্রদর্শিত হয়েছে এখানে। মহাত্মা গান্ধীর মৃতদেহে দেওয়া সূর্যমুখী ফুলটিও রয়েছে সেখানে। পশ্চিমবঙ্গের নদিয়ার এক তাঁতির তৈরি খাদির এক কিলোমিটার লম্বা সুতোও রাখা হয়েছে সেখানে। এছা়রাও রয়েছে একটি সিংহাসন।

Advertisement

উত্তর ড্রয়িং রুম-
উত্তর ড্রয়িং রুমে রাষ্ট্রপতি অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেন। ড্রয়িংরুমে দুটি বিশেষ ছবি রয়েছে। সেগুলি হল ১৪ অগাস্ট এসএন ঘোষালের ক্ষমতা হস্তান্তরের ছবি এবং ঠাকুর সিংয়ের মাধ্যমে প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের শপথগ্রহণ অনুষ্ঠানের ছবি।

অশোক হল-
এটি একটি রাজকীয় নাচের হল হিসাবে নির্মিত হয়েছিল। এটিতে একটি কাঠের মেঝে এবং একটি নাচের স্থান রয়েছে। এর তিনটি খুঁটি রয়েছে। অশোক হলের ছাদে ফার্সি শৈলীতে কারুকার্য রয়েছে। লেদার পেইন্টিংয়ের কারণে অশোক হলের বেশিরভাগ রংটাই সবুজ। এই চিত্রকর্মটি লেডি উইলিংডন তাঁর স্বামী ভাইসরয় থাকাকালীন করিয়েছিলেন।

ভোজ বা ব্যাঙ্কোয়েট হল-
এই হলটি ১০৪ জন বসতে পারেন। আগে এটিকে স্টেট ডাইনিং হল বলা হত। পরে এর নাম হয় ব্যাঙ্কোয়েট হল। প্রাক্তন রাষ্ট্রপতিদের প্রতিকৃতিও এই হলের দেয়ালে টাঙানো আছে।

হলুদ বা ইয়েলো ড্রয়িং রুম-
ইয়েলো ড্রয়িং রুমটি ছোট ছোট অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। এটি একক মন্ত্রীর শপথ গ্রহণ বা প্রধান নির্বাচন কমিশনারের শপথ গ্রহণের মতো ছোট রাষ্ট্রীয় কার্যাবলীর জন্য ব্যবহৃত হয়। এর সঙ্গে একটি গ্রে ড্রয়িং রুমও রয়েছে, যা অতিথিদের স্বাগত জানানোর জন্য ব্যবহৃত হয়। রাষ্ট্রপতি ভবনের স্তম্ভগুলিতে ভারতীয় মন্দিরের ঘণ্টা ব্যবহার করা হয়। রাষ্ট্রপতি ভবনের সবচেয়ে বিশেষ বিষয় হল এর গম্বুজ, যা অনেক দূর থেকে দেখা যায়। এই গম্বুজের কাঠামোটি সাঁচির স্তূপের কাঠামোর আদলে তৈরি করা হয়েছিল। 

আরও পড়ুননিজের চিকিৎসা করাতে ক্লিনিকে পৌঁছে গেল বানর, ঝড়ের গতিতে VIRAL

 

POST A COMMENT
Advertisement