scorecardresearch
 

PM Modi at Parliament: 'কান্নাকাটির অনেক সময় পাবেন,' বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের কটাক্ষ মোদীর

Special session of Parliament PM Modi: 'রোনাধোনা'(কান্নাকাটি)-র সময় অনেক পাবেন। একসঙ্গে সংসদের এই বিশেষ অধিবেশন সফল করুন। বিরোধী সাংসদদের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের বিশেষ অধিবেশনের সূচনার আগে নয়া ভবনের বাইরে দাঁড়িয়ে এমনটা বলেন তিনি। 

Advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। ভারতেরও উন্নয়নের রাস্তায় কোনও বিঘ্ন আসতে দেওয়া যাবে না।' প্রধানমন্ত্রী বলেন, 'আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। ভারতেরও উন্নয়নের রাস্তায় কোনও বিঘ্ন আসতে দেওয়া যাবে না।'
হাইলাইটস
  • 'রোনাধোনা'(কান্নাকাটি) বন্ধ রাখুন। একসঙ্গে সংসদের এই বিশেষ অধিবেশন সফল করুন। বিরোধী সাংসদদের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সোমবার সংসদের বিশেষ অধিবেশনের সূচনার আগে নয়া ভবনের বাইরে দাঁড়িয়ে এমনটা বলেন তিনি। 
  • এদিন ভাষণের শুরুতেই G20-তে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, G20 ভারতের বৈচিত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

Special session of Parliament PM Modi: 'রোনাধোনা'(কান্নাকাটি)-র সময় অনেক পাবেন। একসঙ্গে সংসদের এই বিশেষ অধিবেশন সফল করুন। বিরোধী সাংসদদের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের বিশেষ অধিবেশনের সূচনার আগে নয়া ভবনের বাইরে দাঁড়িয়ে এমনটা বলেন তিনি। 

এদিন ভাষণের শুরুতেই G20-তে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, G20 ভারতের বৈচিত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকাকে জি২০-তে স্থায়ী সদস্য পদে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। আর সেটা সর্বসম্মতিতে গৃহিত হয়েছে। বৃহত্তর এশিয়ার আজ নেতৃত্ব দিচ্ছে ভারত। ভারতের G20-তে সাফল্যের এই প্রাকাল্লে নতুন যুগের সূচনা হয়েছে।'

রবিবার যশোভূমি ইন্টারন্যাশানাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেই উল্লেখও করেন। তিনি বলেন, 'গতকাল যশোভূমি, ইন্টারন্যাশানাল কমিউনিটি সেন্টারের উদ্বোধন হল। বিশ্বকর্মা পুজোর শুভ সময় এখন। বিশ্বকর্মা প্রগতি, উদ্ভাবনের দেবতা। আর আমাদের দেশেরও এই সময়টাও উন্নয়ন ও উদ্ভাবনের।' ভারত আজ এক নয়া আত্মবিশ্বাস অনুভব করছে, বলেন তিনি। 

এরপরেই বিরোধীদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'রোনাধোনা'(কান্নাকাটি)-র অনেক সময় পাবেন। করতে থাকুন। আমি আশা করি পুরনো খারাপ জিনিসগুলি ছেড়ে, ভাল জিনিসগুলি নিয়ে আমরা নতুন সংসদ ভবনে প্রবেশ করব। এই পণ আমাদের প্রত্যেক সাংসদকে নিতে হবে।'

প্রধানমন্ত্রী বলেন, 'আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। ভারতেরও উন্নয়নের রাস্তায় কোনও বিঘ্ন আসতে দেওয়া যাবে না। তাই সাংসদের এই বিশেষ অধিবেশন ছোট। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ।' 

Advertisement

Advertisement