scorecardresearch
 

Russia-Ukraine War : বেঙ্গালুরুতে ফিরলো ইউক্রেনে নিহত ছাত্র নবীনের দেহ

খারকিভে মেডিক্যালের পড়াশোনার জন্য গিয়েছিলেন নবীন। তাঁর বন্ধুরা জানান, ঘটনার দিন সকালে খাবারদাবারও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাঙ্গার থেকে বের হন নবীন। তখনই হামলায় মৃত্যু হয় তাঁর। 

Advertisement
বেঙ্গালুরুতে ফিরল দেহ বেঙ্গালুরুতে ফিরল দেহ
হাইলাইটস
  • নবীন শেখরপ্পার মৃতদেহ ফিরলো দেশে
  • ইউক্রেনে মৃত্যু হয়েছিল ভারতীয় ছাত্রের
  • প্রধানন্ত্রীকে ধন্যবাদ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরুতে পৌঁছাল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) নিহত ভারতীয় ছাত্র নবীন শেখরপ্পার (Naveen Shekharappa) দেহ। ইউক্রেনে রাশিয়ার হামলার মাঝে পড়ে মৃত্যু হয় এই ভারতীয় ছাত্রের। তারপর থেকে লাগাতার তাঁর দেহ ফিরিয়ে আনার প্রচেষ্টা হচ্ছিল। এমনকি দেহ ফিরিয়ে আনার বিষয়ে সমস্ত চেষ্টা করার জন্য সম্প্রতি একটি বৈঠকে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

নিহত ছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে সকাল ৯টা নাগাদ বেঙ্গালুরু থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মই। নবীনের বাড়ি কর্ণাটকের হাবেরি জেলায়। দেহ ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

খারকিভে মেডিক্যালের পড়াশোনার জন্য গিয়েছিলেন নবীন। তাঁর বন্ধুরা জানান, ঘটনার দিন সকালে খাবারদাবারও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাঙ্গার থেকে বের হন নবীন। তখনই হামলায় মৃত্যু হয় তাঁর। 

গত পয়লা মার্চ সকালে কিছু জিনিসপত্র আনার জন্য নবীন বাঙ্কার থেকে বেরিয়েছিলেন বলে জানান তাঁর বন্ধু শ্রীকান্ত। তিনি আরও জানাচ্ছেন, খারকিভে বিকেল ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলছিল। তখন তিনি ঘুমোচ্ছিলেন। এমনকি নবীন বাইরে যাওয়ার সময়েও তাঁকে কিছু বলেননি বলেই দাবি শ্রীকান্তের। 

গত ৭ দিন আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেহ ফিরিয়ে আনার জন্য সমস্ত চেষ্টা করার নির্দেশ দেন তিনি। 

আরও পড়ুনকরুন এই ৬ কাজ, আয়ু বেড়ে যাবে আরও ৭ বছর, সিক্রেট প্রকাশ রিপোর্টে

 

Advertisement