scorecardresearch
 

Satish Kaushik: সতীশ কৌশিককে বিষ খাওয়ানো হয়েছিল? সামনে এল বিস্ফোরক তথ্য

বলিউডের বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে। তার পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব এবং ভক্ত সকলের পক্ষে বিশ্বাস করা এখনও কঠিন যে অভিনেতা আর এই পৃথিবীতে নেই। ৯ মার্চ দিল্লিতে মারা যান সতীশ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, সতীশ কৌশিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে বিষয়টি মোড় নেয় যখন দিল্লির ব্যবসায়ী অভিনেতার মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত হন।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • বলিউডের বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে।
  • তার পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব এবং ভক্ত সকলের পক্ষে বিশ্বাস করা এখনও কঠিন যে অভিনেতা আর এই পৃথিবীতে নেই।

বলিউডের বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে। তার পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব এবং ভক্ত সকলের পক্ষে বিশ্বাস করা এখনও কঠিন যে অভিনেতা আর এই পৃথিবীতে নেই। ৯ মার্চ দিল্লিতে মারা যান সতীশ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, সতীশ কৌশিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে বিষয়টি মোড় নেয় যখন দিল্লির ব্যবসায়ী অভিনেতার মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত হন।

সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করেছেন কুবের গ্রুপের মালিক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভি মালু। বললেন, “আমার স্বামীই সতীশকে এমন কোনও বিষ (poison) দিয়েছেন, যার জেরে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।” 

বিষয়টিতে অভিযুক্ত ফার্মহাউস মালিক বিকাশ মালুর ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, 'সতীশ গত ৩০ বছর ধরে আমার পরিবারের একজন ছিলেন। আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের পরে যে ট্র্যাজেডি হয়েছিল তা আমি কল্পনাও করতে পারি না। আমি আমার নীরবতা ভাঙতে চাই এবং বলতে চাই যে একটি ট্র্যাজেডি সর্বদা অজানা এবং তাতে কারও কোনও হাত থাকে না। সেইসঙ্গে আমি মিডিয়াকে সকলের অনুভূতিকে সম্মান করার আহ্বান জানাব। আমাদের সব উদযাপনে সতীশকে মিস করব।'

গত ৮ মার্চ দিল্লিতে (Delhi) সেই ব্যবসায়ী বন্ধুর খামারবাড়িতে হোলি পার্টি উপলক্ষে এসেছিলেন সতীশ। সেখানেই হোলির দিন রাতে শরীরের ভিতর অস্বস্তি অনুভব করায় হাসপাতালে রওনা দেন। সেইসময়েই গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। এদিকে ঘটনার পরেই ওই খামারবাড়িতে যায় পুলিশ। উদ্ধার করা হয় বেশ কিছু ওষুধ। সেই নিয়ে তদন্ত শুরু হতেই রীতিমতো বোমা ফাটালেন ওই ব্যবসায়ীর স্ত্রী।

জানা গেছে, ইতিমধ্যে সানভি মালু দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে লেখা একটি চিঠিতে তিনি বলেন, বছরখানেক আগে সতীশ কৌশিক বিকাশ মালুকে ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন। মাঝে একবার বিদেশে দেখা করে প্রয়াত অভিনেতা সেই টাকাও চেয়েছিলেন। সানভির অভিযোগ, এই টাকা ফেরত দেওয়া নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কিও হয়েছিল। সম্প্রতি সেই টাকা ফেরত দিয়ে দেবেন বলে সতীশকে কথা দিয়েছিলেন তাঁর স্বামী বিকাশ মালু।
সতীশের ময়নাতদন্তের রিপোর্টে রয়েছে, তাঁর হৃদ্‌যন্ত্রে গোলযোগ ছিল। ধমনীতে রক্ত চলাচল করতে পারেনি, এর ফলে স্নায়ুতে ব্লকেজ সৃষ্টি হয়, যা থেকে হার্ট অ্যাটাক হয়। 

Advertisement

আরও পড়ুন-প্রয়াত সতীশ কৌশিক, ভেঙে পড়লেন অনুপম খের

 

Advertisement