Vadivel Gopal Masi Sadaiyan Padma Shri: সাপ ধরার কৃতিত্ব, পদ্ম সম্মান পাচ্ছেন দুই বন্ধু; রইল অভূতপূর্ব সেই কাহিনি

ভাদিভেল গোপাল এবং মাসি সদাইয়ান হলেন বিশেষজ্ঞ সাপ ধরার কর্মী। তামিলনাড়ুতে বাসিন্দা দুজনেই শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাপ ধরতে যান।

Advertisement
সাপ ধরার কৃতিত্ব, পদ্ম সম্মান পাচ্ছেন দুই বন্ধু, রইল অভূতপূর্ব সেই কাহিনিসাপ বিশেষজ্ঞ।
হাইলাইটস
  • বুধবার ঘোষণা হয়েছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পদ্ম সম্মান।
  • এতে মোট ১০৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার ঘোষণা হয়েছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পদ্ম সম্মান। এতে মোট ১০৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে করা এই ঘোষণায় অনেক অজ্ঞাত নায়কের নামও অন্তর্ভুক্ত ছিল। মানুষ তাঁদের সম্পর্কে তেমন কিছু জানত না। কিন্তু প্রত্যেকেই নিজের ক্ষেত্রে দুরদান্ত কাজ করেছেন। এমনই এই দুই বন্ধুর গল্প। তাদের নাম ভাদিভেল গোপাল ও মাসি সদাইয়ান। তাদের দুজনকেই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

ভাদিভেল গোপাল এবং মাসি সদাইয়ান হলেন বিশেষজ্ঞ সাপ ধরার কর্মী। তামিলনাড়ুতে বাসিন্দা দুজনেই শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাপ ধরতে যান। তাঁদের গ্লোবাল স্নেক এক্সপার্ট হিসেবে বিবেচনা করা হয়। এ জন্য তাকে সামাজিক কাজের (প্রাণী কল্যাণ) ক্ষেত্রে পদ্মশ্রী দেওয়া হয়েছে।

ভাদিভেল গোপাল এবং মাসি সদাইয়ান ইরুলা উপজাতির মানুষ। দুজনেরই বিপজ্জনক এবং বিষাক্ত সাপ ধরার দক্ষতা রয়েছে। আশ্চর্যের বিষয় হল ভাদিভেল গোপাল এবং মাসি সদাইয়ান এই বিষয়ে কোনও গবেষণা করেননি। কিন্তু এখন তারা সাপ ধরার জন্য সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষকে সাপ ধরার প্রশিক্ষণও দিচ্ছে। সাপ ধরার জন্য, উভয় বন্ধুই পুরানো কৌশলগুলি ব্যবহার করেন, যা তাঁরা পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছিলেন।

উল্লেখ্য, মোট তিনটি বিভাগে বিভাজিত এই সম্মান- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন, শিল্প, বাণিজ্য, কলা, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের এই সম্মানে সম্মানিত করা হয়। এবারে কলা ক্ষেত্রে পদ্মবিভূষণ পাচ্ছেন তবলা বাদক জাকির হুসেন। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে পদ্মবিভূষণ পাচ্ছেন কেএম বিড়লা। সামাজিক সংস্কারমূলক কাজের জন্য পদ্মভূষণ পাচ্ছেন সুধা মূর্তি। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব, বালকৃষ্ণ দোশী ও দিলীপ মহালবীশ। অন্যদিকে, মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। পুরস্কার পাচ্ছেন রবীনা ট্যান্ডন থেকে শুরু করে মণিপুরের বিজেপি সভাপতি থৌনাওজাম চাওবা সিং।

Advertisement

আরও পড়ুন-ইঞ্জেকশনে ভয়! আজ থেকে চালু হল নাকে নেওয়ার কোভিড টিকা, দাম কত?

 

POST A COMMENT
Advertisement