Srinagar Dal Lake: শ্রীনগরে ডাল লেকে ওল্টাল শিকারা, বাঁচার আর্তি পর্যটকদের

ফের কাশ্মীরে বিপদ। শ্রীনগরের ডাল লেকে উল্টে গেল পর্যটকের শিকারা। জলের স্রোতে জলে ভাসতে থাকেন তাঁরা। শুক্রবার বিকেলের ঘটনা। প্রবল হাওয়ার কারণে উল্টে যায় শিকারা। ঘটনাস্থলের একটি ভিডিওও প্রকাশিত হয়েছে।

Advertisement
শ্রীনগরে ডাল লেকে ওল্টাল শিকারা, বাঁচার আর্তি পর্যটকদেরডাল লেকে উল্টে গেল শিকারা

ফের কাশ্মীরে বিপদ। শ্রীনগরের ডাল লেকে উল্টে গেল পর্যটকের শিকারা। জলের স্রোতে জলে ভাসতে থাকেন তাঁরা। শুক্রবার বিকেলের ঘটনা। প্রবল হাওয়ার কারণে উল্টে যায় শিকারা। ঘটনাস্থলের একটি ভিডিওও প্রকাশিত হয়েছে।

স্থানীয় লোকজন এবং পুলিশ উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে, শিকারায় কতজন পর্যটক ছিলেন, কতজন ডুবে গেছেন বা এখনও পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনও জানা যায়নি। 

ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ডাল লেকে দুর্ঘটনার পর ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে ভয়াবহ দুর্ঘটনার চিত্র ধরা পড়ে। প্রচণ্ড হাওয়ায় শান্ত ডাল লেকের জল উত্তাল হয়ে ওঠে। শিকারা উল্টে পর্যটকেরা জলে ভাসতে থাকেন। প্রাণ বাঁচাতে আর্তনাদ করতে থাকেন। ওপরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের ঘটনার ভিডিও বানাতে দেখা যায়। 

দুর্ঘটনাটি ২০২৫ সালের এপ্রিলে ঘটেছিল
২০২৫ সালের এপ্রিলেও ডাল লেকে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। প্রবল হাওয়ার কারণে শিকারায় নৌকো উল্টে যায়। সেই সময় জাহাজে চারজন পর্যটক এবং একজন নৌচালক ছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়। 

২০২৩ সালের নভেম্বরে ডাল লেকে এক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি পর্যটক মারা যান। তবে সেবার হাউসবোটে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। 

POST A COMMENT
Advertisement