Tihar Jail: তিহারে ঠাঁই হতে পারে অনুব্রতর, তার আগেই মিলল ২৩টি সার্জিক্যাল ব্লেড-মাদক, চোখ কপালে রক্ষীদের 

তিহার জেলের এক বন্দীর কাছ থেকে ২৩টির মতো সার্জিক্যাল ব্লেড, ওষুধ, স্মার্টফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। জেলের নিরাপত্তারক্ষীরা শুক্রবার একথা জানিয়েছেন। বৃহস্পতিবার কিছু বন্দির কার্যকলাপ দেখে সন্দেহ হয় রক্ষীদের। তারপরই তল্লাশিতে মেলে ওইসব নিষিদ্ধ জিনিস। জেলের বাইরে থেকে ছুঁড়ে ওইসব জিনিস ভেতরে ঢোকানো হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
তিহারে ঠাঁই হতে পারে অনুব্রতর, তার আগেই মিলল ২৩টি সার্জিক্যাল ব্লেড-মাদক, চোখ কপালে রক্ষীদের উদ্ধার হওয়া জিনিস।
হাইলাইটস
  • তিহার জেলের এক বন্দীর কাছ থেকে ২৩টির মতো সার্জিক্যাল ব্লেড, ওষুধ, স্মার্টফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে
  • জেলের নিরাপত্তারক্ষীরা শুক্রবার একথা জানিয়েছেন।

তিহার জেলের এক বন্দীর কাছ থেকে ২৩টির মতো সার্জিক্যাল ব্লেড, ওষুধ, স্মার্টফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। জেলের নিরাপত্তারক্ষীরা শুক্রবার একথা জানিয়েছেন। বৃহস্পতিবার কিছু বন্দির কার্যকলাপ দেখে সন্দেহ হয় রক্ষীদের। তারপরই তল্লাশিতে মেলে ওইসব নিষিদ্ধ জিনিস। জেলের বাইরে থেকে ছুঁড়ে ওইসব জিনিস ভেতরে ঢোকানো হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু হয়েছে। 

দেশের কুখ্যাত ও দাগী সমস্ত অপরাধীদের ঠিকানা হয় এই জেল। সম্প্রতিই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া(Manish Sisodia)-রও ঠিকানা হয়েছে এই জেলে। অন্যদিকে, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)-কে দিল্লি নিয়ে যাওয়ার পরই জল্পনা শুরু হয়েছে যে কেষ্টরও ঠিকানা হতে পারে এই তিহার জেল(Tihar Jail)-ই। কিন্তু জেলের অন্দরে তল্লাশি চালিয়ে যে সমস্ত জিনিস উদ্ধার হল, তাতে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।  

জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্দিদের তল্লাশি চালিয়ে মোট ২৩টি সার্জিকাল ব্লেড উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সেল থেকে মাদক, দুটি স্মার্টফোন ও বেশ কিছু সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হলেও, সেগুলি কী, তা জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি।

আরও পড়ুন-হোলিতে জাপানি মহিলাকে নিগ্রহের ঘটনায় কিশোর-সহ ৩ অভিযুক্ত আটক, দূতাবাসে চিঠি 

 

POST A COMMENT
Advertisement