তিরুপতির ভক্তি চ্যানেলের লিঙ্কে এল পর্ন ক্লিপ! থতমত ভক্ত

ওই বালাজি ভক্ত তাঁর অভিযোগে জানিয়েছেন, শ্রী ভেঙ্কেটেশ্বর ভক্তি চ্যানেলে সতমনভাবতী প্রোগামের ভিডিওতে ধর্মীয় বিষয়ের বদলে ফুটে ওঠে পর্ন ক্লিপ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ওই ভক্ত টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি এবং ইও কেএস জওহর রেড্ডির কাছে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বেশ ফাঁপরে পড়েছে মন্দির কর্তৃপক্ষ। পর্ন লিঙ্কের অভিযোগের ভিত্তিতে মন্দিরের ৫ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তিরুমালা তিরুপতি দেবাষ্টনম।

Advertisement
তিরুপতির ভক্তি চ্যানেলের লিঙ্কে  পর্ন ক্লিপ!থতমত ভক্তBalaji Temple
হাইলাইটস
  • ভারতের বিভিন্ন প্রসিদ্ধ ধনী মন্দিরের মধ্যে অন্যতম
  • সেখানেই রয়েছে অনলাইনে দেবদর্শনের ব্যবস্থা
  • আর সেই দেবদর্শন করতে গিয়েই হকচকিয়ে গেলেন ভক্ত

ভারতের বিভিন্ন প্রসিদ্ধ ধনী মন্দিরের মধ্যে অন্যতম শ্রী ভেক্টেশ্বর স্বামী মন্দির অর্থাৎ তিরুপতি বালাজির মন্দির । অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর বিচরণ স্থান হিসাবে পরিচিত। এই মন্দির তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও প্রসিদ্ধ। ধনী মন্দিরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের  তিরুপতি বালাজির মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে ভগবান দর্শনে আসেন। তবে করোনা কালে মন্দির খুললেও সামাজিক দূরত্ব বিধি যাতে মেনে চলা হয় সেই বিষয়ে কড়াকড়ি রয়েছে। ভক্তদের ভিড় কমাতে অনলাইন দর্শনেরও ব্যবস্থা করা হয়েছে। আর এই করতে গিয়েই ঘটেছে মারত্মক ঘটনা। ঈশ্বর দর্শনের বদলে অনলাইন ভিডিওতে পাঠান হয়েছে পর্ন ক্লিপ। এমনই অভিযোগ করেছেন বালাজি মন্দিরের এক ভক্ত।

ওই বালাজি  ভক্ত তাঁর অভিযোগে জানিয়েছেন, শ্রী ভেঙ্কেটেশ্বর ভক্তি চ্যানেলে সতমনভাবতী প্রোগামের ভিডিওতে ধর্মীয় বিষয়ের বদলে ফুটে ওঠে পর্ন ক্লিপ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ওই ভক্ত টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি এবং ইও কেএস জওহর রেড্ডির কাছে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বেশ ফাঁপরে পড়েছে মন্দির কর্তৃপক্ষ। পর্ন লিঙ্কের অভিযোগের ভিত্তিতে মন্দিরের ৫ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তিরুমালা তিরুপতি দেবাষ্টনম। 

জানা যাচ্ছে  ইতিমধ্যে প্রমানিত হয়েছে, এক কর্মচারী দেব দর্শনের ওই ভিডিওতে পর্ন লিঙ্ক ভরে দেন। আর তাতেই চ্যানেলে চলতে শুরু করে ওই ভিডিও। টিটিডি কর্তৃপক্ষ আরও জানতে পেরেছে, ওই এসভিবিসি(SVBC) কর্মী নিজের ডিউটি  টাইমের সময়ই পর্ন ওয়েবসাইট দেখছিল। ইতিমধ্যে আপত্তিজনক কাজের সঙ্গে জডিত থাকার অভিযোগে ২৫ জন কর্মচারীকে চিহ্নিত করা হয়েছে। বালাজি ভক্তের থেকে ইমেলে অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন টিটিডির ইও। এই ঘটনার অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন জানিয়েছেন ওই ভক্ত।

এমনিতে  তিরুপতি বালাজির মন্দিরে প্রতিদিন অগণিত ভক্তের সমাগমের ফলে বছরে প্রায় ৬৫০ কোটি টাকা কোষাগারে জমা পড়ে। কিন্তু করোনা কালে ভক্ত সমাগম অনেকটাই কমেছে। তাই অনলাইনে প্রসাদ ও পুজোর ব্যবস্থা করেছে টিটিডি কর্তৃপক্ষ। এর মাঝেই ঈশ্বর দর্শনের ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় যারপর নাই ব্রিবত দেশের অন্যতম ধনী এই মন্দির কর্তৃপক্ষ। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement