'ফাটা জিন্স' বিতর্ক! তিরথকে মহুয়ার পরামর্শ, 'চিন্তা বদলান'

সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিরথ সিং রাওয়াত। আর নতুন দায়িত্ব নিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। মসনদে বসার পরই মেয়েদের ছেঁড়া জিনস পরার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মালোচনার ঝড় তুলেছে। আসতে শুরু করেছে রাজনৈতিক শিবিরের প্রতিক্রিয়াও। এই নিয়ে তিরথ সিং রাওয়াতকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রি। মহুয়ার পাশাপাশি শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও তিরথকে তাঁর মন্তব্যের জন্য নিশানা করেছেন।

Advertisement
'ফাটা জিন্স' বিতর্ক! তিরথকে মহুয়ার পরামর্শ, 'চিন্তা বদলান'সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তিরথ সিং রাওয়াতের মন্তব্য ঘিরে
হাইলাইটস
  • সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন তিরথ সিং রাওয়াত
  • আর নতুন দায়িত্ব নিয়েই বিতর্কে তিনি
  • সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তিরথ সিং রাওয়াতের মন্তব্য ঘিরে

সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিরথ সিং রাওয়াত। আর নতুন দায়িত্ব নিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। মসনদে বসার পরই মেয়েদের ছেঁড়া জিনস পরার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মালোচনার ঝড় তুলেছে। আসতে শুরু করেছে রাজনৈতিক শিবিরের প্রতিক্রিয়াও। এই নিয়ে তিরথ সিং রাওয়াতকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রি। মহুয়ার পাশাপাশি শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও তিরথকে তাঁর মন্তব্যের জন্য নিশানা করেছেন। 

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্য়ুইটারে তীব্র শ্লেষ হেনে লিখেছেন,  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি যখন নীচের দিকে তাকালাম সেখানে গামবুট দেখলাম...আর ওপরে দেখলাম তো... এনজিও চালাচ্ছ আর  হাঁটু দেখাচ্ছ ?'  এরপরেই মহুয়ার উত্তর, সিএম স্যার, আপনাকে যখন দেখি উপর নীচে আগে পিছে কেবল একজন নির্লজ্জ মানুষ দেখতে পাই।

মহুয়া কটাক্ষ করে আরও লেখেন, 'রাজ্য চালাও আর মাথায় কিছুই নেই মনে হচ্ছে?'

তবে  কেবল মহুয়া মৈত্রই নয়,আরও  অনেক রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই  তীরথ  সিং রাওয়াতের বক্তব্যের নিন্দা করেছেন। কংগ্রেস দলও সোশ্যাল মিডিয়ায় তিরথ সিং রাওয়াতের মন্তব্য নিয়ে  সমালোচনা করে চলেছে।

শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও তীরথ সিং রাওয়াতের বক্তব্য নিয়ে মন্তব্য করেন। প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, দেশের সংস্কৃতি ও সংস্কার নিয়ে বলার কোনও অধিকার তাদের নেই, যারা মহিলাদের পোশাক বিচার করেন।  আপনার চিন্তা বদলান মুখ্যমন্ত্রী, তাহলেই দেশ বদলাবে।  

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে  বিশাল বিতর্ক ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, তিরাথ সিং রাওয়াতের বক্তব্যের প্রতিবাদে নতুন হ্যাশট্যাগ  #RippedJeansTwitter তৈরি হয়েছে। 

তীরথ সিং রাওয়াত কী বলেছেন?
 ছেঁড়া জিন্স পরা নিয়ে রীতিমতো আপত্তি জানিয়েছেন উত্তরাখণ্ডের  মুখ্যমন্ত্রী। খারাপ দৃষ্টান্ত তৈরি করা হচ্ছে বলে সরব হয়েছেন রাওয়াত। যেখানে পশ্চিমী দেশগুলি আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিনস পড়ছেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

তিরথ সিং রাওয়াত বলেছেন, 'ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন। কোথায় থেকে শেখানো হচ্ছে এসব? স্কুল বা শিক্ষকদের কী ভুল রয়েছে? আমরা ছেলেকে ছেঁড়া জিন্স পরিয়ে কোথায় নিয়ে চলেছি তাকে? মেয়েরাও ছেঁড়া জিন্স পরছে। এটা কি ভালো? সকলে পশ্চিমী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে দৌড়চ্ছেন। পশ্চিমী দেশগুলোর নাগরিকরা গা ঢাকা পোশাক পরে যোগাসন করে আমাদের অনুসরণ করছেন, আর আমরা খোলামেলা পোশাকের দিকে ঝুঁকছি।'

 

POST A COMMENT
Advertisement