বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কের মোবাইলে চলছে পর্ন। এমন ঘটনাই ঘটেছে ত্রিপুরা বিধানসভার অন্দরে অভিযুক্ত বিজেপি বিধায়ক যাদবলাল নাথ। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এনিয়ে ত্রিপুরার স্পিকার বিশ্ববন্ধু সেনের তরফে কোনও প্রতিক্রিয়া প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত মেলেনি।
ত্রিপুরায় চলছিল বিধানসভার অধিবেশন। অর্থনীতি, শিক্ষা, আইনশৃঙ্খলার মতো বিষয় নিয়ে চলছিল আলোচনা। সেই সময় বিজেপি বিধায়ক মগ্ন পর্নে। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, পর্ন দেখেই চলেছেন বিজেপি বিধায়ক যাদবলাল নাথ। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার অধিবেশন শেষ হয়েছে। বুধবার থেকে ত্রিপুরায় মোবাইলে মোবাইলে ঘুরছে বিধায়কের পর্ন-প্রীতি।
ভিডিওর ব্যক্তি বাগবাসার বিজেপি বিধায়ক যাদবলাল নাথ। ভিডিও কি দেখছিলেন বিধায়ক? কার্যত স্বীকার করে যাদবলাল দাবি করেছেন,ফেসবুকে রিলস দেখছিলেন। সেই সময় ওই ভিডিও চলে চলেছে। কী করে চলে এল তা সেটা বুঝতে পারেননি। তবে বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন কি মোবাইল ঘাঁটা যায়? যাদবলালের জবাব,'আর দেখব না।'
আরও পড়ুন- মোদী সরকারের ঘোষণা, পেনশন বাড়তে পারে ১৫ হাজার টাকার বেশি, রইল হিসেব
ত্রিপুরা বিধানসভা সূত্রের খবর, সোমবার চলছিল বিধানসভা অধিবেশন। বুধবার রাত থেকে ভাইরাল হয় সেই ভিডিও। নেটিজেনরা বলছেন, এই ঘটনা লজ্জাজনক। অধিবেশন চলার সময় এ জিনিস করা যায় না। অনেকেই মনে করছেন, ভিডিও ভাইরাল করেছেন যাদবলালের সতীর্থরাই। তাঁরাই পিছনে বসেন। কেউ একজন ভিডিও করে ভাইরাল করে দিয়েছেন। গোটা ঘটনায় এখনও পর্যন্ত স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা হলেও কোনও উত্তর মেলেনি।
যাদবলাল নাথ আগে করতেন সিপিএম। ২০১৮ সালে যোগ দেন বিজেপিতে। প্রাক্তন স্পিকার রমেন্দ্রচন্দ্র দে-র বিরুদ্ধে প্রার্থী হন। তবে হারেন। এবার বাগবাসা কেন্দ্রে তাঁকে টিকিট দেয় বিজেপি। এ দফায় জিতেছেন যাদবলাল যাদব।