scorecardresearch
 

Tripura Bye Election Result 2022: ত্রিপুরায় জামানত জব্দ তৃণমূলের, ২ আসনে হাজার ভোটও নেই

ত্রিপুরায় প্রচারে খামতি রাখেনি তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় গিয়ে প্রচার করে এসেছেন। মিমি চক্রবর্তীর মতো তারকাও গিয়েছেন। শেষবেলায় গিয়েছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।

Advertisement
ত্রিপুরায় তৃণমূলের জামানত জব্দ। ত্রিপুরায় তৃণমূলের জামানত জব্দ।
হাইলাইটস
  • আগরতলা বাদে বাকি তিন আসনেই জয়ী রাজ্যের শাসকদল বিজেপি। ভোটের হার ৪৪.৯০ শতাংশ।
  • উপনির্বাচনে ত্রিপুরায় খাতাই খুলতে পারেনি সিপিএম। তাদের ভোটের হার কংগ্রেসের চেয়েও কম।
  • সিপিএমের পেয়েছে ১৯.৭৫ শতাংশ ভোট।
  • কংগ্রেসের ভোটের হার ২০.১০ শতাংশ। 

ত্রিপুরায় উপনির্বাচনে সুবিধা করতে পারল না তৃণমূল। দ্বিতীয় স্থানে থাকা তো দূরে, চার কেন্দ্রেই নামমাত্র ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলার শাসক দলকে। জামানতও বাঁচাতে পারেননি দলীয় প্রার্থীরা। ত্রিপুরায় বিরোধী শিবিরের শিবরাত্রির প্রদীপ বলতে কংগ্রেসের সুদীপ রায় বর্মণ। বাংলার মতোই ত্রিপুরায় উপনির্বাচনের ফলেও বাম-শূন্যই থাকল।           

ত্রিপুরায় প্রচারে খামতি রাখেনি তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় গিয়ে প্রচার করে এসেছেন। মিমি চক্রবর্তীর মতো তারকাও গিয়েছেন। শেষবেলায় গিয়েছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। কিন্তু তাতে লাভ হল না তৃণমূলের। তৃতীয়স্থানেও উঠে আসতে পারেনি তারা। ভোটের হারও নগণ্য। মাত্র ২.৮৫ শতাংশ। সেখানে বিরোধী কংগ্রেস ও সিপিএমের ভোটের হার যথাক্রমে ২০.১০% এবং ১৯.৭৫%। 

আগরতলায় জিতেছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিবাদের পর দল ছাড়েন। যোগ দেন পুরনো দলে। কংগ্রেসের টিকিটে জিতেছেন সুদীপ। তাঁর প্রাপ্ত ভোট ১৭৪৩১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ১৪২৬৮টি ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে তৃণমূল পান্না দেব পেয়েছেন মাত্র ৮৪২টি ভোট। সেখানে বামপ্রার্থীর ঝুলিতে ৬৮০৮।    

যুবরাজনগরে জিতেছেন বিজেপির মালিনি দেবনাথ। প্রাপ্ত ভোট ১৮,৭৬৯। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১০৮০ ভোট। সুরমায় জিতেছেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল। ভোট ১৬,৬৭৭। তৃণমূল প্রার্থী অর্জুন নমশূদ্রের ভোট ১৩৪১। টাউন বরদোয়ালি কেন্দ্রে জিতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী মানিক সাহা। তাঁর ঝুলিয়ে গিয়েছে ১৭১৮১ ভোট। ওই কেন্দ্রে ৯৮৬টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী সহ্নিতা ভট্টাচার্য। বিধানসভার আগের সেমিফাইনালে চার কেন্দ্রেই জামানত জব্দ হয়েছে তৃণমূলের। 

আগরতলা বাদে বাকি তিন আসনেই জয়ী রাজ্যের শাসকদল বিজেপি। ভোটের হার ৪৪.৯০ শতাংশ। উপনির্বাচনে ত্রিপুরায় খাতাই খুলতে পারেনি সিপিএম। তাদের ভোটের হার কংগ্রেসের চেয়েও কম। সিপিএমের পেয়েছে ১৯.৭৫ শতাংশ ভোট। কংগ্রেসের ভোটের হার ২০.১০ শতাংশ। 

Advertisement

আরও পড়ুন- জুলাইয়ে বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন, শীঘ্রই ঘোষণার সম্ভাবনা

Advertisement