scorecardresearch
 

Tripura Election 2023 : 'ত্রিপুরা কইতেছে, বিজেপি আইতেছে', নির্বাচনী প্রচার সভায় স্লোগান শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, 'ডবল ইঞ্জিন সরকার মানে কী? ভারতের দিল্লিতে যে সরকার আছে, সেই একই দলের সরকার যদি রাজ্যে থাকে, তাহলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। দশকের পর দশক ধরে ধরে সিপিআইএম-এর নেতৃত্বে বামফ্রন্ট ত্রিপুরায় রাজত্ব করেছে। সেই রাজত্বে আপনারা কী পেয়েছেন? ঘর জ্বালানো, ঘর পোড়ানো, সন্ত্রাস, সন্ধের পরে ত্রিপুরায় মানুষ রাস্তায় বেরোতে পারত না। এইভাবে সমগ্র ত্রিপুরাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছিল। আজকে সেই ত্রিপুরায় শান্তি বিরাজ করছে'।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • ত্রিপুরায় চলছে নির্বাচনী প্রচার
  • নির্বাচনী সভা শুভেন্দু অধিকারীর
  • উঠে এল বাংলার প্রসঙ্গও

ত্রিপুরায় জোরকদমে চলছে বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) প্রচার। এবার ত্রিপুরার এক নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে একযোগে সিপিএম, কংগ্রেস ও তৃণমূলকে বিঁধলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি 'ডবল ইঞ্জিন সরকারের' প্রয়াসে বিগত পাঁচ বছরে কীভাবে ত্রিপুরার উন্নয়ন হয়েছে সেই খতিয়ানও তুলে ধরেন শুভেন্দু। 

শুভেন্দু অধিকারী বলেন, 'ডবল ইঞ্জিন সরকার মানে কী? ভারতের দিল্লিতে যে সরকার আছে, সেই একই দলের সরকার যদি রাজ্যে থাকে, তাহলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। দশকের পর দশক ধরে ধরে সিপিআইএম-এর নেতৃত্বে বামফ্রন্ট ত্রিপুরায় রাজত্ব করেছে। সেই রাজত্বে আপনারা কী পেয়েছেন? ঘর জ্বালানো, ঘর পোড়ানো, সন্ত্রাস, সন্ধের পরে ত্রিপুরায় মানুষ রাস্তায় বেরোতে পারত না। এইভাবে সমগ্র ত্রিপুরাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছিল। আজকে সেই ত্রিপুরায় শান্তি বিরাজ করছে, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আছে। আমরা পাহাড়, সমতল, জঙ্গল, শহর সবাই একসঙ্গে বসবাস করে এই ত্রিপুরাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাব'। 

এদিনের সভায় শুভেন্দু প্রশ্ন তোলেন, 'সর্বভারতীয় স্তরে বিজেপির কোনও বিকল্প আছে দিল্লিতে? মোদীজির কোনও বিকল্প আছে? এই দলগুলো জিতে কী করবে? তাই ডাবল ইঞ্জিন যদি সিঙ্গল ইঞ্জিনে রূপান্তরিত হয় তাহলে ঝুঁকি অনেক বেশি, উন্নয়ন ডিরেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি'। 

এছাড়া নিজের ভাষণে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, 'পশ্চিমবঙ্গে ২০২১ সাল পর্যনত পিএম কিষাণ সম্মান নিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিনের সরকার চালু করতে দেয়নি। গোটা ভারতে আয়ুষ্মান ভারত চালু আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিনের সরকার আয়ুষ্মান ভারত চালু করেনি। সেখানকার সাধারণ মানুষ গরীব মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন'। পাশাপাশি শিল্প নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে রেল লাইন, বিমানবন্দর, সিপোর্ট কিচ্ছু হয় না। কারণ পশ্চিমবঙ্গে সিঙ্গল ইঞ্জিনের সরকার আছে, সারাদিন শুধু দিল্লির বিরোধীতা করো আর কীকরে নিজের ভাইপোকে প্রতিষ্ঠা কার যায়, সেই কাজটা করো। অন্যকোনও কাজ তাদের নেই'। একইসঙ্গে বিরোধীদের নিশানা করে শুভেন্দু স্লোগান তোলেন, 'ত্রিপুরা কইতেছে, বিজেপি আইতেছে। তাই এখানে অন্য কিছু হবে না'। 

Advertisement

আরও পড়ুন - 'LIC ও ব্যাঙ্ক নিজেরা সিদ্ধান্ত নেয়', আদানি ইস্যুতে মন্তব্য অর্থমন্ত্রীর

 

Advertisement