scorecardresearch
 

Tripura Exit Poll 2023 : ত্রিপুরায় ফের গেরুয়া ঝড়, ঘুরে দাঁড়াতে পারবে না বাম-কংগ্রেস; ইঙ্গিত Exit POll-এ

ত্রিপুরায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলাফল জানা যাবে ২ মার্চ। তার আগেই এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। Axis My India এবং Aaj Tak-এর এক্সিট পোলে ইঙ্গিত, ত্রিপুরায় ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

Advertisement
ত্রিপুরা ভোট ত্রিপুরা ভোট
হাইলাইটস
  • ত্রিপুরায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে
  • ফলাফল জানা যাবে ২ মার্চ

ত্রিপুরায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলাফল জানা যাবে ২ মার্চ। তার আগেই এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। Axis My India এবং Aaj Tak-এর এক্সিট পোলে ইঙ্গিত, ত্রিপুরায় ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 

ত্রিপুরা নির্বাচন নিয়ে Axis My India এবং Aaj Tak-এর এক্সিট পোলের ইঙ্গিত, মোট ৬০ আসনের মধ্যে ৩৬ থেকে ৪৫টি আসন পেতে পারে বিজেপি। বাম-কংগ্রেস জোট সরকারের খাতায় আসতে পারে ৯ থেকে ১১টি আসন। তারা সরকার গঠন করতে পারবে না বলেই ইঙ্গিত। 

ত্রিপুরা নির্বাচনে বামেদের চেয়ে টিএমপি বা তিপরা মথা পার্টি ভালো ফল করবে বলে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। এক্সিট পোল অনুসারে, এই নির্বাচনে TMP ৯ থেকে ১৬ আসন পেতে পারে।

নির্বাচনে বিজেপি ৪৫ শতাংশ ভোট পেতে পারে, যেখানে বাম-কংগ্রেস জোটের ৩২ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমপির ভাগ্যে জুটতে পারে কমবেশি ২০ শতাংশ ভোট। 

জাতপাতের নিরিখে দেখলে বিজেপি সল দলের থেকে এগিয়ে। এক্সিট পোল অনুযায়ী, গেরুয়া শিবির ৩০ শতাংশ ST, ৫৭ শতাংশ SC, ৬০ শতাংশ OBC এবং ৬১ শতাংশ সাধারণ কাস্টের ভোট পাচ্ছে। বাম-কংগ্রেস ১৮ শতাংশ ST, ৩৬ শতাংশ SC, ৩৫ শতাংশ ওবিসি এবং ৩৪ শতাংশ সাধারণ শ্রেণির ভোট পেতে পারে বলে ইঙ্গিত। 

আরও পড়ুন : ডিএ বৃদ্ধি, মার্চ থেকে রাজ্যের কোন শ্রেণির কর্মীরা কত বেতন পাবেন ?


গত নির্বাচনের ফলাফল কী ছিল? 

২০১৮ সালের সালের ত্রিপুরা নির্বাচনে,BJP বামদের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ইতিহাস তৈরি করে। উত্তর-পূর্বের এই রাজ্যে প্রথমবার পদ্ম ফোটে। সেই নির্বাচনে, ৬০ বিধানসভা আসনের মধ্যে, বিজেপি এবং শরিক দলগুলি মিলে ৪৩ আসন জেতে। সিপিএম পায় ১৬ আসন। কংগ্রেস একটা আসনও পায়নি। 

Advertisement

তবে এবার রাজনৈতিক ছবিটা অন্যরকম ছিল। বাম এবং কংগ্রেস হাত মিলিয়ে ভোটে লড়েছে। আবার TMCও নির্বাচনে লড়েছে। এমন পরিস্থিতিতে দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে বিজেপি। 

Advertisement