বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে গাড়ি, উত্তরাখণ্ডে মৃত ১৪

Uttarakhand Champawat Road Accident : দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর পাশাপাশি ২ জন আহত বলেও জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহগুলি। দুর্ঘটনাস্থল চম্পাওয়াত সদর দফতর থেকে দূরে হওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে উদ্ধারকারীদের। 

Advertisement
বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে গাড়ি, উত্তরাখণ্ডে মৃত ১৪উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা
হাইলাইটস
  • উত্তরখণ্ডে বড়সড় পথ দুর্ঘটনা
  • খাদে পড়ল গাড়ি
  • ১৪ জনের মৃত্যু

ফের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। এবার মৃত ১৪। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চম্পাওয়াতে (Champawat Uttarakhand Road Accident)। জানা গিয়েছে ভোর ৩-৪টে নাগাদ একটি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ১৬ জন। সেই সময় খাদে পড়ে যায় গাড়িটি। বর্তমানে উদ্ধারকার্য চালাচ্ছে SDRF। 

ঘটনায় ১৪ জনের মৃত্যুর পাশাপাশি ২ জন আহত বলেও জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহগুলি। দুর্ঘটনাস্থল চম্পাওয়াত সদর দফতর থেকে দূরে হওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে উদ্ধারকারীদের। 

ঘটনাস্থলে উদ্ধারকারী দল
ঘটনাস্থলে উদ্ধারকারী দল

জানা যাচ্ছে টনকপুরের পঞ্চমুখীতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই ফেরার সময় দুর্ঘটনা।  এদিকে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে মোদী লেখেন, 'উত্তরাখণ্ডের পঞ্চাওয়াতে হওয়া দুর্ঘটনা হৃদয়বিদারক। দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিজনের প্রতি শোকজ্ঞাপন করছি। উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন।' 

প্রসঙ্গত, দিন দু'য়েক আগে রাজস্থানের কোটার নয়াপুর থানার অন্তর্গত চম্বলের ছোট কালভার্ট এলাকাতেও বিয়ে বাড়ি থেকে ফেরা সময় দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় গাড়িটি। তাতে বর সহ মৃত্যু হয় বেশ কয়েকজনের। পরে উদ্ধারকারী দল গিয়ে জল থেকে গাড়িটিকে তোলে। 

আরও পড়ুনব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ, বেতন ৭৮ হাজার টাকা

 

POST A COMMENT
Advertisement