scorecardresearch
 

ভারতে G20 সামিটে থাকছেন পুতিন? বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে

ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারতে আয়োজিত জি ২০ সভায় উপস্থিত থাকবেন কিনা সেই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি জানান, এটি অস্বীকার করা যাচ্ছে না। রাশিয়া জি ২০ ফ্রেমওয়ার্কে অংশগ্রহণ সম্পূর্ণভাবে অব্যাহত রেখেছে। সামনেও রাশিয়ার একই অভিপ্রায় রয়েছে। তবে আপাতত কোনও সিদ্ধান্ত হয়নি। 

Advertisement
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • ভারতে জি ২০ সম্মেলন
  • উপস্থিত থাকতে পারেন পুতিন
  • শুরু জল্পনা

এই বছর ভারতে আসতে পারেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলা জি ২০ সম্মেলনে (G 20 Summit) উপস্থিত থাকার বিষয়টি নাকচ করেনি ক্রেমলিন। লাগাতার ২ বছর জি ২০ সম্মেলনে (G 20 Summit 2023) দেখা যায়নি পুতিনকে। তবে এবার ভারতে আয়োজিত জি ২০ সম্মেলনে তাঁকে দেখা যেতে পারে। 

ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারতে আয়োজিত জি ২০ সভায় উপস্থিত থাকবেন কিনা সেই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি জানান, এটি অস্বীকার করা যাচ্ছে না। রাশিয়া জি ২০ ফ্রেমওয়ার্কে অংশগ্রহণ সম্পূর্ণভাবে অব্যাহত রেখেছে। সামনেও রাশিয়ার একই অভিপ্রায় রয়েছে। তবে আপাতত কোনও সিদ্ধান্ত হয়নি। 

রাশিয়ার ভ্লাদিভোস্টকে প্রতি বছর আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের সময় এগিয়ে দেওয়া হয়েছে। এর থেকেই মনে করা হচ্ছে যে জি ২০-তে অংশ নিতে পারেন পুতিন। ব্রিটেনের সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি রিপোর্ট অনুযায়ী, পুতিনের উপদেষ্টা এবং EEF আয়োজক কমিটির নির্বাহী সচিব আন্তন কোব্যাকভ EEF-এর তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছেন। আরও বলা হয়েছে যে EEF-এর বিশিষ্ঠ আধিকারিকদের বৈঠক হবে ১২-১৫ সেপ্টেম্বরের মধ্যে। তিনি বলেন, 'ইস্টার্ন ইকোনমিক ফোরামের দিনক্ষণ পরিবর্তনের সিদ্ধান্ত আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে যুক্ত। বিদেশী নেতৃবৃন্দ এবং উচ্চ পর্যায়ের প্রতনিধিদের অংশগ্রহণ আশা রাখা হচ্ছে'। এছাড়া দিনক্ষণ পরিবর্তনের ফলে, ভারত ও চিনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনাও আরও বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।  

আগের দুই সামিটেও ছিলেন না পুতিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গতবছর ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি ২০ সম্মেলনে অংশ নেননি ভ্লাদিমির পুতিন। সেই সম্মেলনে রুশ আক্রমণই হয়ে উঠেছিল সবচেয়ে বড় আলোচ্য ইস্যু। সম্মেলনের পর মিলিত বয়ানে বলা হয় যে, বেশিরভাগ দেশই রুশ আক্রমণের কড়া সমালোচনা করেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ পশ্চিমী দেশগুলি রাশিয়ার তীব্র নিন্দা করে। এরপর ২০২১ সালে রোমে অনুষ্ঠিত জি ২০ (G-20) সম্মেলনেও যোগ দেননি পুতিন। তবে  ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে সামিল ছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন - দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে থেকে শুকিয়ে যাচ্ছে চোখ? ৩ সহজ উপায়ে মিলবে উপশম


 

Advertisement