MNREGA Wage Rate: সুখবর! মজুরি বাড়ছে MNREGA কর্মীদের, রোজ কত পাবেন?

মজুরি বাড়ল ঝাড়খণ্ডের MNREGA কর্মীদের। এখানকার শ্রমিকদের মজুরির হার বাড়ানো হয়েছে ৫ টাকা। ১ এপ্রিল থেকে রাজ্যে MNREGA কর্মীদের প্রতিদিন ২২৮ টাকা দেওয়া হবে। রাজ্যের দিক থেকে এই মজুরি হারে ২৭ টাকা যোগ করা হয়। ঝাড়খণ্ডের শ্রমিকদের এখন প্রতিদিন ২২৫ টাকা দেওয়া হবে।

Advertisement
সুখবর! মজুরি বাড়ছে MNREGA কর্মীদের, রোজ কত পাবেন?ফাইল ছবি।
হাইলাইটস
  • মজুরি বাড়ল ঝাড়খণ্ডের MNREGA কর্মীদের।
  • এখানকার শ্রমিকদের মজুরির হার বাড়ানো হয়েছে ৫ টাকা।

মজুরি বাড়ল ঝাড়খণ্ডের MNREGA কর্মীদের। এখানকার শ্রমিকদের মজুরির হার বাড়ানো হয়েছে ৫ টাকা। ১ এপ্রিল থেকে রাজ্যে MNREGA কর্মীদের প্রতিদিন ২২৮ টাকা দেওয়া হবে। রাজ্যের দিক থেকে এই মজুরি হারে ২৭ টাকা যোগ করা হয়। ঝাড়খণ্ডের শ্রমিকদের এখন প্রতিদিন ২২৫ টাকা দেওয়া হবে।

2023-24 আর্থিক বছরের জন্য MNREGA মজুরির হার প্রকাশ
কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক 2023-24 আর্থিক বছরের জন্য রাজ্যভিত্তিক দৈনিক MNREGA মজুরির হার প্রকাশ করেছে। MNREGA-এর অধীনে কাজ করা ঝাড়খণ্ডের শ্রমিকদের জন্য দৈনিক মজুরি ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক 2022-23 চলতি আর্থিক বছরের জন্য মজুরির হার ২১০ টাকা নির্ধারণ করেছিল। এখন তা ১৮ টাকা বাড়ানো হয়েছে।

ঝাড়খণ্ডে শ্রমিকরা প্রতিদিন ২৩৭ টাকা পেতেন
ঝাড়খণ্ডে এখন পর্যন্ত শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২১০ টাকা এবং রাজ্য থেকে আলাদাভাবে ২৭ টাকা পান। এবার মোট ২২৭ টাকা পাবেন। MNREGA মজুরির হার ৭ টাকা থেকে বেড়ে ২৬ টাকা হয়েছে।

সম্প্রতি 2023-24-এর জন্য রাজ্যভিত্তিক দৈনিক MNREGA মজুরির হার প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যভিত্তিক শ্রমিকদের মজুরির হার ৭ টাকা থেকে বাড়িয়ে ২৬ টাকা করেছে। এই পরিবর্তনের পরে হরিয়ানায় সর্বোচ্চ দৈনিক মজুরি হবে প্রতিদিন ৩৫৭ টাকা এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সর্বনিম্ন হবে ২২১ টাকা।

আরও পড়ুন-মারা গেল ভারতে আনা চিতা, নামিবিয়া থেকেই অসুস্থ ছিল? পোস্টমর্টেমের নির্দেশ

 

POST A COMMENT
Advertisement