Advertisement

Coronavirus Update: দেশে COVID আক্রান্ত ২৩%, বাংলাতে প্রায় হাজার

ভারতে COVID-19 কেস ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত ২৪ ঘন্টায় ১৪,৫০৬ টি নতুন কেস নথিভুক্ত করা হয়েছে। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। গতকাল করোনার কেস হ্রাস পেয়েছে এবং ১১,৭৯৩টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। আজ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৯৯,৬০২। গত ২৪ ঘন্টায় ১১,৫৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট ৪৩,৪৩৩,৩৪৫ টি করোনার মামলা নথিভুক্ত হয়েছে। একই সময়ে, করোনার কারণে মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,০৭৭।

23 percent surge daily covid 19 cases In india

Advertisement
POST A COMMENT