ফের কেদারনাথের পথে দুর্যোগ। কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ডের কাছে হঠাত্ই হড়পা বান। তিনটি দোকান ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজ একাধিক।