Advertisement

Himachal Pradesh Flood: ঠাকুরের কৃপা! Himachal Pradesh এ 'দানব' বন্যায় ছোট্ট বাচ্চা বেঁচে গেল,দায়িত্ব কে নিল দেখুন

কথায় বলে রাখে হরি মারে কে! এবার তেমনটাই ঘটল হিমাচল প্রদেশে। আকস্মিক বন্যায় পুরো পরিবার ভেসে গেলেও অদ্ভূতভাবে বেঁচে গেল একরত্তি। ৩০ জুনের ভয়াবহ বৃষ্টিপাতের সময় হঠাৎ আসা বন্যায় ঘটেছে এই ঘটনাটি। নিষ্পাপ ওই একরত্তির বাবাকে কেড়ে নিয়েছে দুর্যোগ। নিরপরাধ ওই একরত্তি জানেও না যে তার বাবা ইতিমধ্যেই জানে শেষ হয়ে গিয়েছেন। বর্তমানে একরত্তিটি তার এক আত্মীয়ার সঙ্গে রয়েছে। ইতিমধ্যেই তার বাবা নিথর শরীর পাওয়া গিয়েছে। তার মা ও দিদিমার খোঁজ জারি রয়েছে।

A one year old survived sudden flood in Himachal Pradesh

Advertisement