অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে। এই আন্দোলনের আগুন ইউপি-বিহার সহ আরও অনেক রাজ্যে ছড়িয়ে পড়ছে। অনেক জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। ৫ জুন থেকে, যুবকরা সারা দেশে এই প্রকল্প নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। আজ পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। বিশেষ করে বিহারে পরিস্থিতি আরও ভয়াবহ। আরার কুলহাদিয়া স্টেশনে বিক্ষোভকারীরা পার্ক করা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয়। দেখুন সেই ভিডিও ।
student protestors set train on fire at kuhadiya station in bihar