Advertisement

দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার চালালেন বায়ুসেনা প্রধান, দেখুন

লাইট কমব্যাট হেলিকপ্টার চালিয়ে দেখে নিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। শুক্রবার বেঙ্গালুরুতে এইহেলিকপ্টার চালিয়ে দেখলেন ভাদুরিয়া। আগামী দিনে এই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টারকে বায়ু সেনার কাজে লাগাতে চায়, এমনটাই খবর সূত্রের। ফলে এখন থেকেই চলছে এই হেলিকাপটারের ট্রায়াল।

Advertisement