Advertisement

Operation Sindoor-এ সফল ছেলে, কী বললেন Air Marshal AK Bharti-র বাবা

'খুব গর্ব হচ্ছে। এক বছরের আগে এসেছিল। অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছে আমার ছেলে। আমি খুব খুশি'। বললেন এয়ার মার্শাল একে ভারতীর বাবা জীভচ্ছল যাদব। তিনি থাকেন বিহারের পূর্ণিয়ায়। একে ভারতীর বৌদি জানান,'ঘরে এলে গ্রামে যান। সবার সঙ্গে কথা বলেন। যখনই আসেন, সব আত্মীয়দের বাড়িতে যান'।

Advertisement
POST A COMMENT