কাঁওয়ার যাত্রায় মুজফফরনগরে একটি হোটেলে কর্মচারীর ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েসির প্রতিক্রিয়া,'১০ বছর আগেও শান্তিপূর্ণভাবে কাঁওয়ার যাত্রা হত। আধার কার্ড না থাকায় বলছে, প্যান্ট খোলো। পুলিশ নিজের কাজ করছে না। এরাই নীতিপুলিশ হয়ে উঠেছে'