scorecardresearch
 
Advertisement

Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ লাখের ওপর মানুষ

Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ লাখের ওপর মানুষ

অসমে গত ২৪ ঘণ্টায় বন্যায় জলে ডুবে চার শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বন্যায় অন্তত ২২ লাখেরও বেশি মানুষ এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অসমে এই বছরের বন্যা ও ভূমিধসে প্রাণ হারানোর সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। এই বন্যায় ওই রাজ্যে বারপেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। এই জেলায় প্রায় ৭ লাখ মানুষ বন্যায় এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল, বাজালি, বাক্সা, বরপেটা, বিশ্বনাথ, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, কামরুপ, কামরুপ মেট্রোপলিটন, কার্বি আংলং পশ্চিম, করিমগঞ্জ, লাউ, লাউ মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর এবং উদলগুড়ি।

Assam Flood 2022 Updates

Advertisement