আয়াপ্পা ভক্তরা ভিড় জমিয়েছেন টেনকাসির কোটাল্লাম জলপ্রপাতের সামনে। জলপ্রপাতের জলের স্তর বেড়ে যাওয়ায় সেখানেই আয়াপ্পা ভক্তরা স্নান করে নিতে দেখা যায়। দেখুনব জলপ্রপাতারে সুন্দর ভিডিও।