Advertisement

Baby Elephant Birthday: রকমারি কেক-ফল, সবার ভালাবাসায় পালন 'ছোট্ট হাতির' জন্মদিন

অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেরপরীর প্রথম জন্মদিন উদযাপন করেছে। পার্কের বাগোরি রেঞ্জের একটি পালিত হাতি হল পরী। পরীর এক বছর বয়সী হওয়ার জন্য, বন বিভাগের আধিকারিকরা, পর্যটক এবং পশুপ্রেমীরা পার্ক প্রাঙ্গনে একটি কেক কাটার অনুষ্ঠানে জড়ো হন। এ উপলক্ষে বন সংরক্ষিত হাতিদের জন্য একটি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। আধিকারিকদের মতে, মানুষ এবং হাতির মধ্যে সুরেলা সম্পর্কের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যও দিবসটি পালিত হয়। কর্তৃপক্ষ বলছে, পরীর প্রাণবন্ত এবং কৌতুকপূর্ণ স্বভাব কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অন্যতম প্রধান আকর্ষণ।

Advertisement
POST A COMMENT