Advertisement

Barmer Train Accident: করমণ্ডলের পর ফের লাইনচ্যুত ট্রেন, এবার রাজস্থানে ট্রেনের ইঞ্জিন লাইন-চ্যুত

ট্রেন দুর্ঘটনা যেন এখন মুড়ি মুড়কির মতো হয়ে গিয়েছে। যেখানে সেখানে যে কোনও মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। শনিবারই খড়গপুরে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এবার রাজস্থানে ট্রেনের ইঞ্জিন লাইন-চ্যুত। রাজস্থানের বারমেরে, ইঞ্জিন শান্টিংয়ের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। জোড়ালো শব্দ শুনতে পেয়ে রেলকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তড়িঘড়ি রেলের কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক প্রভাবে ইঞ্জিনটিকে ট্র্যাকে ফিরিয়ে দেয়। গভীর রাত হওয়ায় দুর্ঘটনা সম্পূর্ণ এড়ানো যায়। ঘটনাটি বারমের রেলওয়ে স্টেশনের নেহেরু নগর গেটের সামনে ঘটে। গভীর রাতে ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনা যদি আগে ঘটতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেই জানিয়েছে রেল। এর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। বারমের থেকে যোধপুর পর্যন্ত যাত্রীবাহী ট্রেনও এক ঘণ্টা দেরিতে পৌঁছয়। এ কারণে যাত্রীদেরও চরম সমস্যায় পড়তে হয়েছে। তবে এই ইঞ্জিন কেন লাইনচ্যুত হয়েছে সেই বিষটি এখনও কিছুই জানানো হয়নি। কিন্তু এই ট্রেন দুর্ঘটনা যেন এখন প্রতিনিয়তই হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে। এবার রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন।

Barmer Train Accident.

Advertisement