Advertisement

Tourists Enjoy Snow: তুষার চাদরে ঢাকা ভাদেরওয়াহ, বরফের গোলা নিয়ে খেলা পর্যটকদের

তুষার চাদরে ঢেকে গেছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গা। আর এই তুষার উপভোগ করছেন পর্যটকরা। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। পর্যটকরা এই আবহাওয়া উপভোগ করছেন। কাউকে দেখা যাচ্ছে বরফের ওপর নাচছে। আবার কাউকে দেখা যাচ্ছে সেলফি তুলতে।

Advertisement
POST A COMMENT