পাকিস্তানের সংঘাতের আবহেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র 'ভার্গবাস্ত্র'-এর সফল পরীক্ষা করল ভারত। ড্রোন হামলা প্রতিহত করবে এই নতুন অস্ত্র। এতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে। মঙ্গলবার ওড়িশার গোপালপুর উপকূলে দেশীয় মাইক্রো মিসাইলের পরীক্ষা করা হয়। তা সফল হয়েছে।