ঠিক যেন সিনেমা! অজয় দেবগণ অভিনীত 'রেইড' ছবিটি মনে আছে? ঠিক সেরকমই কায়দায় মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আয়কর হানা হল। এই আয়কর হানায় জঙ্গলে লুকিয়ে রাখা একটি গাড়িতে উদ্ধার হল ৫২ কেজি সোনা। দুদিন আগেই ভোপাল ও ইন্দোরে একটি ঠিকাদার সংস্থার ৫১টি ঠিকানায় অভিযান চালায়। আজ অর্থাত্ শুক্রবার যে গাড়িটিতে ৫২ কিলো গ্রাম সোনা মিসেছে, সেই গাড়িতেই উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকা নগদও।