পটনার বাপু সভাঘরে অটল জয়ন্তী উদযাপনের মঞ্চে 'ঈশ্বর আল্লাহ তেরো নাম' গেয়ে রোষের মুখে ভোজপুরী গায়িকা দেবী। দর্শকদের আপত্তিতে মঞ্চ থেকেই ক্ষমা চাইতে হল তাঁকে। পরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে 'জয় শ্রী রাম' ধ্বনি দিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করেন। দর্শকদের দাবি, গানের মাধ্যমে তাঁদের ভাবাবেগে আঘাত দিয়েছেন গায়িকা।