'১৯৬৫ হোক বা ১৯৭১! প্রতিবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার অপারেশন সিঁদুরেও পাকিস্তানকে সবক শেখানো হয়েছে। আবারও সন্ত্রাসবাদী হামলা চলে শব বইবার কেউ থাকবে না'। অপারেশন সিঁদুর নিয়ে বললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।